Zero Shadow Day: বিরল এক ঘটনার সাক্ষী হতে চলেছে কলকাতা। আজ বেলা ১১টা ৩৪ মিনিট নাগাদ কলকাতায় কোনও ছায়া পড়বে না। জ্যোতির্বিজ্ঞানে এটা বিরল ঘটনা৷ দুপুর সাড়ে ১১টা নাগাদ থেকে দিনের বাকি সময়টা মাথার উপর গনগনে সূর্য থাকলেও রোদের কারণে মাটিতে কোনও ছায়া পড়বে না৷
1/4রবিবার জামাইষষ্ঠীর দিন বেলায় কিছুক্ষণের জন্য পড়বে না কোনও ছায়া। কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ অঞ্চলে এই ঘটনার সাক্ষী থাকবেন মানুষ। কিন্তু এর পিছনে বৈজ্ঞানিক কারণ কী? (AFP)
2/4‘জিরো শ্যাডো ডে’ এমন একটি দিন, যাতে সূর্যের রোদে দুপুরে কোন বস্তুর ছায়া পড়ে না। এই সময়ে সূর্য ঠিক মাথার উপর থাকে। +২৩.৫ এবং -২৩.৫ ডিগ্রি অক্ষাংশের (যথাক্রমে কর্কট ও মকরক্রান্তি রেখার মধ্যে) অবস্থানের জন্য বছরে দু'বার ‘জিরো শ্যাডো ডে’ হয়। (AFP)
3/4সূর্যের কৌণিক অবস্থানের কারণে ছায়া বস্তুর একেবারে নিচে চলে যায়। ফলে সেটা সেভাবে দেখা যায় না। এই সময়টাকে বলা হয় ‘জিরো শ্যাডো মোমেন্ট’ অর্থাৎ ছায়া শূন্য মুহূর্ত। (AFP)
4/4প্রতি বছরই বিভিন্ন দিনে বিভিন্ন স্থানে এমন ছায়াশূন্য দিবস হয়। আবার আগামী ৭ জুলাইতেই বেলা ১১টা ৪১ মিনিটে এমনটা হবে কলকাতায়। (AFP)