East-West metro entire stretch date: জুনও নয়, ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো ১৬.৬ কিমি অংশে কবে পরিষেবা চালু? সামনে দিনক্ষণ
Updated: 14 Jan 2024, 11:05 AM ISTআপাতত ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরের ৯.৪ কিলোমিটার অংশে বাণিজ্যিক পরিষেবা চালু আছে। এবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত অংশে পরিষেবা চালু হতে চলেছে। আর পুরো ১৬.৬ কিলোমিটার অংশে কবে বাণিজ্যিক পরিষেবা চালু হবে, তা দেখে নিন।
পরবর্তী ফটো গ্যালারি