AFG vs SA: ওমরজাই করলেন অপরাজিত ৯৭, সব পূর্ণ সদস্যের দলের বিরুদ্ধে অর্ধশতরান হয়ে গেল সব টিমের, সঙ্গে ভাঙলেন নবির নজির
Updated: 10 Nov 2023, 06:54 PM ISTমাত্র তিন রানের জন্য হাফসেঞ্চুরি করতে পারেননি ওমরজাই। ৯৭ করেই অপরাজিত থেকে যেতে হয় তাঁকে। ওমরজাইয়ের সৌজন্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২৪৪ তোলে আফগানিস্তান। সঙ্গে তরুণ আলরাউন্ডার করেন একাধিক নজির।
পরবর্তী ফটো গ্যালারি