‘টাইম অ্যান্ড ডেট ডট কম’ এর তথ্য অনুযায়ী এরপর ৩৪৫ বছর পর ফের একবার পৃথিবীর এতটা কাছে আসবে চাঁদ। আর সেই সময় বছরটি হবে ২৩৬৮। টানা ৯৯৩ বছর পর এই প্রথমবার পৃথিবীর সবচেয়ে কাছে আজ আসছে চাঁদ। বিরল এই মহাজাগতিক ঘটনা শেষবার ১০৩০ সালে দেখা গিয়েছিল।
1/5এক বা দুই নয়, টানা ৯৯৩ বছর পর এই প্রথমবার পৃথিবীর সবচেয়ে কাছে আজ আসছে চাঁদ। বিরল এই মহাজাগতিক ঘটনা শেষবর ১০৩০ সালে দেখা গিয়েছিল। এরপর ফের আজ। এক বিরলতম ঘটনার সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব। ( ছবি সৌজন্যে pixabay) (AP)
2/5‘টাইম অ্যান্ড ডেট ডট কম’ এর তথ্য অনুযায়ী এরপর ৩৪৫ বছর পর ফের একবার পৃথিবীর এতটা কাছে আসবে চাঁদ। আর সেই সময় বছরটি হবে ২৩৬৮। উল্লেখ্য, পৃথিবীর চারদিকে থাকা চাঁদের কক্ষপথের আকৃতি সম্পূর্ণ গোলাকার নয়। ফলে চাঁদ ও সূর্যের দূরত্ব বিভিন্ন সময়ে বিভিন্ন হয়। পৃথিবী থেকে চাঁদের সবচেয়ে কম দূরত্বের অবস্থা ‘পেরিজি’ ও সবচেয়ে বেশি দূরত্বের অবস্থান ‘অ্যাপোজি’ নামে পরিচিত। সেই অবস্থানই আজ প্রাসঙ্গিক হয়ে উঠছে। ( ছবি সৌজন্যে pixabay) (AP)
3/5মধ্যযুগীর সময়ের পর এবার ২০২৩ সালে দাঁড়িয়ে বিশ্ব সাক্ষী থাকতে চলেছে সবচেয়ে কাছে থাকা চাঁদের। গত ২০০০ বছর ধরে অমাবস্যা থাকাকালীন এমন চাঁদ, পৃথিবী, সূর্যের দূরত্বের তারতম্য বিভিন্ন পরিমাপকে সামনে এনেছে। তবে আজ ২১ জানুয়ারির শনিবার রাতের অমাবস্যা খানিকটা বিরল ঘটনাকে তুলে ধরবে। REUTERS/Florion Goga (AP)
4/5জ্যোতিষ মতে আজ ২১ জানুয়ারি ৩০ বছর পর এক বিরল খপ্পর যোগ নিয়ে হাজির হচ্ছে। এই সময়কালে শনিবারের অমাবস্যা বিভিন্ন দিক থেকে জ্যোতিষমতে প্রাসঙ্গিক। এদিকে, শনি ও শুক্রকেও অমাবস্যার পর দিন থেকে দেখা যাবে ওই একই জায়গায়। সঙ্গে রাখতে হবে বায়নাকুলার। (Photo by Kirill KUDRYAVTSEV / AFP) (AP)
5/5এদিকে, চিনা লুনার ইয়ার এই চাঁদের অবস্থান দিয়ে শুরু হচ্ছে। ফলে এই চাঁদকে ঘিরে চিন দেশে আজ থেকে উৎসবের শুরু। শুরু বর্ষবরণের। গত ১০০০ বছরের পরম্পরা ধরে রেখে এই আজ রাতের এই চাঁদ ঘিরে চিনে পালিত হবে বিশেষ অনুষ্ঠান। (AP Photo/Darko Bandic) (AP)