1/5পরনে কেবল বুক চেরা সাদা শার্ট, নেই অন্তর্বাস, গলা জুড়ে জমকালো হার- এমনই সাহসী অবতারে সামনে এলেন পাওলি দাম। (ছবি-ফেসবুক)
2/5খোলা চুল, কাজল কালো চোখ আর ন্যু়ড লিপস্টিকে মোহময়ী পাওলি, নায়িকার রূপের দ্যুতি ঠিকরে বেরোচ্ছে এই ফটোশ্যুটে (Paoli Dam's Hot and Bold Pics)। (ছবি-ফেসবুক)
3/5ব্রা-হীন পোশাক এখন নায়িকাদের নতুন ট্রেন্ড। প্রিয়াঙ্কা, দীপিকা থেকে উরফি সকলেই এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন, এবার সেই তালিকায় সামিল হল ‘হেট স্টোরি’ নায়িকার নামও। (ছবি-ফেসবুক)
4/5বাদামী ঠোঁট আর স্মোকি আইস… এক অদ্ভূত মাদকতা ছড়াচ্ছেন পাওলি। নায়িকার এই বোল্ড লুক দেখে ঘাম ঝরছে নেটপাড়ার। ট্রোলাররাও রে রে করে উঠেছেন। কিন্তু নিন্দুকদের কোনওদিনই পাত্তা দেন না পাওলি।
5/5পাওলির এই ছবি দেখে কেউ বলছেন, ‘স্টানিং’, কেউ আবার বলছেন, ‘এইটুকুই বা রাখবার কী দরকার, খুলে ফেললেই হয়’। প্রশংসা আর সমালোচনা দুটোই কুড়োচ্ছেন অভিনেত্রী। (ছবি-ফেসবুক)