Paytm Payments Bank FAQs by RBI: বদলেছে নিষেধাজ্ঞার দিনক্ষণ, পেটিএম ফাস্ট্যাগ কি তবে জারি থাকবে? জানাল RBI
Updated: 18 Feb 2024, 07:10 AM IST২৯ ফেব্রুয়ারি নয়, পেটিএম-কে কিছুটা স্বস্তি দিয়ে পেমেন্টস ব্যাঙ্কের ওপর ১৫ মার্চ থেকে নিষেধাজ্ঞা জারি করা হবে বলে জানায় আরবিআই। এই আবহে নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধির ফলে কি আপাতত পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক থেকে কেনা ফাস্ট্যাগ ব্যবহার করা যাবে। আম জনতার মনে পেটিএম সম্পর্কিত একাধিক প্রশ্নের জবাব দিল আরবিআই।
পরবর্তী ফটো গ্যালারি