Petrol and Diesel Price cut in WB Today: বাংলার জন্য মঙ্গলবার্তা, আজ এক ধাক্কায় ১.১৩ টাকা পর্যন্ত দাম কমে গেল পেট্রোলের!
Updated: 02 Apr 2024, 12:25 PM ISTআজ, ২ এপ্রিল, মঙ্গলবার পশ্চিমবঙ্গের ৯টি জেলার পেট্রোল ও ডিজেলের দাম কমেছে। এদিকে আজ এই রাজ্যের ১১টি জেলায় দাম বেড়েছে পেট্রোল ও ডিজেলের। এই আবহে আজ মোট ২০টি জেলায় দাম বদলেছে জ্বালানি তেলের। এর মধ্যে আজ সর্বোচ্চ ১.১৩ টাকা দাম কমেছে বাংলার একটি জেলায়।
পরবর্তী ফটো গ্যালারি