Alaya F: কালো বিকিনিতে ছিপছিপে ফিগার ফ্লন্ট করেছেন আলিয়া। গায়ে আলগা করে জড়িয়েছেন কালো রঙের পাতলা শ্রাগ। অভিনেত্রী টেবিলের উপর বসে নেটদুনিয়ায় ছবি শেয়ার করতেই হু হু করে ভাইরাল। ছবিগুলি শেয়ার করে আলিয়া লেখেন, ‘পিৎজ্জা আসার আগেই পেটের সব ছবি দিলাম’।
1/5সালটা ২০২০। ‘জওয়ানি জানেমন’ ছবির হাত ধরে বলিউডে ডেবিউ করেন অভিনেত্রী আলিয়া এফ। ছবিতে অভিনয় করেছিলেন সইফ আলি খান এবং টাবু। সম্প্রতি বিকিনিতে ছবি পোস্ট করে নেটদুনিয়ায় উষ্ণতার পারদ চড়ালেন আলিয়া। (ছবি ইনস্টাগ্রাম)
2/5কালো বিকিনিতে ছিপছিপে ফিগার ফ্লন্ট করেছেন আলিয়া। গায়ে আলগা করে জড়িয়েছেন কালো রঙের পাতলা শ্রাগ। অভিনেত্রী নেটদুনিয়ায় ছবি শেয়ার করতেই হু হু করে ভাইরাল। ছবিগুলি শেয়ার করে আলিয়া লেখেন, ‘পিৎজ্জা আসার আগেই পেটের সব ছবি দিলাম’।
3/5আলিয়ার বোল্ড ছবিতে প্রশংসার বন্যা। এই প্রথম নয়, এর আগেও একাধিক সময় নিজের হট ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তাঁর ছবিতে কুপোকাত নেটিজেনরা।
4/5বিনোদন জগতের সঙ্গে ছোট থেকেই বিশেষ যোগ রয়েছেন আলিয়ার। তাঁর বাবা শিল্পপতি ফারহান ইব্রাহিম ফার্নিচারওয়ালা ও অভিনেত্রী পূজা বেদির কন্যা তিনি। আলিয়ার দাদু হলেন কবীর বেদি।
5/5‘অলমোস্ট পেয়ার উইথ ডিজে মহব্বত’ ছবিতে প্রথম সই করেছিলেন আলিয়া। সেই ছবি এখনও মুক্তির অপেক্ষায়। তাঁর বিপরীতে দেখা যাবে নবাগত করণ মেহতাকে। এরই ফাঁকে ওটিটিতে ‘জওয়ানি জানেমন’ ছবির হাত ধরে ডেবিউ করেন তিনি। কাজ করেছেন কার্তিক আরিয়ানের ‘ফ্রেডি’ ছবিতে।