Senior Citizen Fixed Deposit Rates: বেসরকারি, সরকারি ব্যাঙ্ক এবং স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে স্থায়ী আমানতে(FD) সুদের হার বৃদ্ধি পেয়েছে। SFBs বা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কেরও কিন্তু ভারতে প্রভাব কম নয়।
1/8পরপর ছয়বার রেপো রেট বাড়িয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক(RBI)। আর তারপর স্বাভাবিক নিয়মেই বেসরকারি, সরকারি ব্যাঙ্ক এবং স্মল ফাইন্যান্স ব্যাঙ্কে স্থায়ী আমানতে(FD) সুদের হার বৃদ্ধি পেয়েছে। ফাইল ছবি: রয়টার্স, পেক্সেলস (Reuters, Pexels)
2/8SFBs বা স্মল ফাইন্যান্স ব্যাঙ্কেরও কিন্তু ভারতে প্রভাব কম নয়। সাধারণ ব্যাঙ্কের তুলনায় হয় তো কম প্রচলিত। কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে এগুলিই জনসাধারণের এক বড় অংশের কাছে ব্যাঙ্কিংয়ের পরিষেবা পৌঁছে দেয়। আমনজতাকে আকৃষ্ট করতে FD-তে সর্বোচ্চ ৯.৫০ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে কোনও কোনও SFB। ফলে বর্তমানে এই দিকে সবার আকর্ষণ বাড়ছে। ফাইল ছবি: মিন্ট (Reuters, Pexels)
3/8ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: এই ব্যাঙ্কে ১,০০১ দিনের FD-তে সাধারণ আমানতকারী ৯.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৯.৫০ শতাংশ সুদের হার পাবেন। ফাইল ছবি: রয়টার্স (Reuters, Pexels)
4/8জন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: সাধারণ বয়সীরা ৮.১০ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা দুই থেকে তিন বছরের বেশি সময়ের FD-তে ৮.৮০ শতাংশ সুদ পাবেন। ফাইল ছবি : মিন্ট (Reuters, Pexels)
5/8সূর্য্যোদয় স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: এই ব্যাঙ্কে ৯৯৯ দিনের FD-তে সাধারণ ক্ষেত্রে ৮.৫১ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৮.৭৬ শতাংশ সুদ দেওয়া হচ্ছে। ফাইল ছবি: রয়টার্স (Reuters, Pexels)
6/8উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: এই ব্যাঙ্কে ৫৬০ দিনের FD-তে সাধারণ বয়সীরা ৮.০০ শতাংশ এবং প্রবীণ নাগরিকরা ৮.৭৫ শতাংশ সুদ পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিক্সাবে) (Reuters, Pexels)
7/8উত্কর্ষ স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: এখানে ৭০০ দিনের FD-তে সাধারণ ক্ষেত্রে ৮.০০ শতাংশ এবং বয়স্ক নাগরিকরা ৮.৭৫ শতাংশ সুদ পাবেন। ফাইল ছবি: শাটারস্টক (Reuters, Pexels)
8/8নর্থ ইস্ট স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক: এই ব্যাঙ্কে ১,১১১ দিনের FD-তে সাধারণ আমানতকারীরা ৮.০০ শতাংশ এবং বয়স্ক নাগরিকরা ৮.৭৫ শতাংশ সুদ পাবেন। ফাইল ছবি: রয়টার্স (Reuters, Pexels)