ভারতীয় দলের অন্যতম সদস্য সোমবার সাত পাকে বাঁধা পড়লেন তাঁর দীর্ঘ দিনের বান্ধবী মিতালি পারুলকারের সঙ্গে। বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাদের বিয়ের ছবি প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
1/5অবশেষে বিয়েটা সেরে ফেললেন শার্দুল ঠাকুর। ভারতীয় দলের অন্যতম সদস্য সোমবার সাত পাকে বাঁধা পড়লেন তাঁর দীর্ঘ দিনের বান্ধবী মিতালি পারুলকারের সঙ্গে। বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাদের বিয়ের ছবি প্রকাশিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে। যা মুহূর্তের মধ্যে ভাইরালও হয়ে গিয়েছে।
2/5নবদম্পতিকে শুভেচ্ছা বন্যায় ভাসিয়েছেন নেটিজেনরা। বিয়েতে আসা অতিথিদের মধ্যে থেকেও কেউ কেই এই অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। ৩১ বছরের তারকা নিজেও সোশ্যাল মিডিয়াতে ভীষণ রকম সক্রিয়। তিনি তাঁর বিয়ের অনুষ্ঠানের বিশেষত গায়ে হলুদ এবং সঙ্গীতের বেশ কিছু ছবি আগেই শেয়ার করেছিলেন।
3/5রবিবার ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং তাঁর স্ত্রী ঋতিকা সাজদে যোগ দিয়েছিলেন শার্দুলের সঙ্গীতের অনুষ্ঠানে। অন্য দিকে শ্রেয়স আইয়ার এবং যুজবেন্দ্র চাহাল এসেছিলেন তারকা অলরাউন্ডারের হলদি অনুষ্ঠানে। ছিলেন চাহালের স্ত্রী ধনশ্রীও।
4/5ভারতীয় ক্রিকেটে এই মুহূর্তে যেন বিয়ের মরশুম চলছে। ভারতীয় দলের কিপার ব্যাটার এবং ওপেনার কেএল রাহুলও সবে বিয়ে সেরেছেন। তিনি বিয়ে করেছেন বলিউড তারকা সুনীল শেঠির মেয়ে আথিয়া শেঠিকে। পাশাপাশি বিয়ে করেছেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল ও। ২৬ জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। নেহা প্যাটেলের সঙ্গে বিয়েতে আবদ্ধ হয়েছেন অক্ষর প্যাটেল।
5/5এ দিকে শার্দুল এবং মিতালি ২০২১ সালের ২৯ নভেম্বর নিজেদের বাদগানের কথা ঘোষণা করেছিলেন। এ বার বিয়েটাও সেরে ফেললেন তাঁরা। ভারতীয় দলের হয়ে ২০২২ সালের অগস্টে ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্ট খেলেছেন শার্দুল।