একদিকে নিশীথ প্রামাণিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। অপর দিকে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। পঞ্চায়েত নির্বাচনের আগে নতুন করে অশান্তির ভরকেন্দ্রে দিনহাটা। সেই হিংসার একের পর এক বিস্ফোরক ছবি সামনে এনেছেন মন্ত্রী উদয়ন গুহ।
1/6ফের খবরের শিরোনামে কোচবিহারের দিনহাটা।হিংসার কেন্দ্রে দিনহাটা। দিনহাটায় সম্প্রতি হামলার মুখে পড়েছিল কোচবিহারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের কনভয়। এরপর এনিয়ে চাপানউতোর তুঙ্গে। খোদ রাজ্য়পাল এনিয়ে রিপোর্ট চেয়েছেন। রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তবে এবার সোশ্য়াল মিডিয়ায় সেই দিনহাটা কাণ্ড নিয়ে একের পর এক ছবি পোস্ট করেছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। আর সেই ছবিগুলোকে ঘিরে নয়া বিতর্ক উসকে উঠেছে।
2/6একটি ছবিতে খোদ মন্ত্রী একটি তির হাতে ধরে রয়েছেন। তিনি লিখেছেন, আজ কেন্দ্রীয় মন্ত্রী সপার্ষদ দিনহাটায় মৃগয়া করতে এসে এই তিরটা ফেলে গিয়েছেন। এদিকে এই ছবি পোস্ট করার পরেই তুমুল চাঞ্চল্য ছড়ায় নেট দুনিয়ায়। নানা বিরূপ মন্তব্যও ভেসে আসে নেটপাড়ায়। (ছবি ফেসবুক উদয়ন গুহ)
3/6মন্ত্রী উদয়ন গুহ অপর একটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন আজ স্বামী বিট্টুনান্দ বুড়িরহাটে এসেছিলেন ধর্মপ্রচারে, সাথে শিষ্য কানা তপন বন্দুক হাতে। প্রসঙ্গত কেন্দ্রীয় স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের ডাক নাম বিট্টু। তবে কি মন্ত্রী কটাক্ষ করেই এই শব্দ ব্যবহার করেছেন? (ছবি ফেসবুক উদয়ন গুহ)
4/6অপর ছবি পোস্ট করে মন্ত্রী লিখেছেন,কোনও কেন্দ্রীয় বাহিনী নয়, এরাই আমার শক্তি। সেই ছবিতে তিনি কয়েকজন গ্রামের মানুষের সঙ্গে রয়েছেন। তাঁদের নানা বিষয়ের খোঁজখবর নিচ্ছেন। (ফেসবুক, উদয়ন গুহ)
5/6অপর ছবিতে তিনি লিখেছেন, গতকাল বুড়িরহাটে বন্দুক হাতে মুখ ঢাকা, কেন্দ্রীয় বাহিনীর সাথে গীতা পাঠক এই মহামানবটি কে? আমার কিন্তু খুব পরিচিত মনে হচ্ছে।( ফেসবুক উদয়ন গুহ)
6/6অপর পোস্টে তিনি লিখেছেন, ইনি কোচবিহার জেলা বিজেপির সভাপতি, নিজে হাতে বাঁশ দিয়ে মুখ ঢাকা গুণ্ডাদের লেলিয়ে দিচ্ছেন। তবে কোনও ছবিরই সত্য়তা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। ( ফেসবুক উদয়ন গুহ)