বাংলা নিউজ > ছবিঘর > PIB Fact Check on G20 Expenditure: বরাদ্দ থেকে ৩০০% বেশি খরচ জি২০ সম্মেলনে? তৃণমূল সাংসদ সাকেতের অভিযোগের জবাব দিল সরকার

PIB Fact Check on G20 Expenditure: বরাদ্দ থেকে ৩০০% বেশি খরচ জি২০ সম্মেলনে? তৃণমূল সাংসদ সাকেতের অভিযোগের জবাব দিল সরকার

সদ্য সমাপ্ত জি২০ সম্মেলনের জন্য বিভিন্ন মহল থেকে প্রশংসা কুড়িয়ে নিয়েছে কেন্দ্রের মোদী সরকার। তবে এরই মাঝে তৈরি হয়েছে বিতর্ক। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভা সাংসদ সাকেত গোখলে দাবি করেছিলেন, জি২০ সম্মেলনের জন্য বরাদ্দ অর্থের ৩০০ শতাংশ নাকি খরচ করা হয়েছে। তবে এই দাবি খণ্ডন করল কেন্দ্রীয় সরকার।