খুব শীঘ্রই দেশের কোটি কোটি কৃষককে বড় উপহার দিতে চলেথে কেন্দ্রীয় সরকার। রিপোর্ট অনুযায়ী, শীঘ্রই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ১৪তম কিস্তির টাকা পাঠানো হবে। দেশের কোটি কোটি কৃষক অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার জন্য। এখনও পর্যন্ত ১৩টি কিস্তিতে কৃষকরা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন।
1/5তবে অপেক্ষার মধ্যে এই রাজ্যের কৃষকদের জন্য একটি দুঃসংবাদ রয়েছে। রিপোর্টে দাবি করা হচ্ছে যে বাংলার পড়শি রাজ্যে লক্ষাধিক কৃষক পিএম কিষাণ নিধির ১৪তম কিস্তির সুবিধা পাবেন না। জানা গিয়েছে, বিহারের ১৪.৬ লক্ষ কৃষক এখনও ই-কেওয়াইসি করেননি। এই পরিস্থিতিতে, এই কৃষকদের অ্যাকাউন্টে ১৪তম কিস্তির ২০০০ টাকা ঢুকবে না বলে মনে করা হচ্ছে। (PTI)
2/5উল্লেখ্য, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে কৃষকদের বছরে ৬০০০ টাকা করে আর্থিক সহায়তা দেয় কেন্দ্রীয় সরকার। চার মাস অন্তর অন্তর তিনটি কিস্তিতে এই টাকা দেওয়া হয়। রিপোর্ট অনুযায়ী, জুন মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার ২০০০ টাকা পাঠানো হতে পারে। (PTI)
3/5কৃষকরা যদি কোনও কারণে ই-কেওয়াইসি করতে না পারেন, তাহলে তাদের অ্যাকাউন্টে টাকা ঢউকবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এই আবহে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in -এ গিয়ে ওটিপি-এর মাধ্যমে ই-কেওয়াইসি প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারেন কৃষকরা। সিএসস কেন্দ্রে গিয়ে অফলাইনেও ই-কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। (PTI)
4/5এদিকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা সংক্রান্ত যেকোনও ধরনের সমস্যার সম্মুখীন হলে pmkisan-ict@gov.in-এ ইমেলের মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে। তাছাড়া পিএ কিষাণ সম্মান নিধির হেল্পলাইন নম্বর - ১৫৫২৬১ বা টোল ফ্রি নম্বর ১৮০০১১৫৫২৬ বা ০১১-২৩৩৮১০৯২-তে যোগাযোগ করতে পারেন। (PTI)
5/5উল্লেখ্য, এর আগে ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৩ সালের মার্চ সময়কালের জন্য ১৩তম কিস্তির টাকা কৃষকদের দিয়েছে সরকার। এবার ২০২৩ সালের এপ্রিল থেকে মে মাসের মেয়াদের ১৪তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানোর সময়। এই প্রকল্পের উদ্দেশ্য একটাই। কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা। এর মাধ্যমে সরকার কৃষকদের ক্ষমতায়নের প্রচেষ্টা করছে। (PTI)