Rain and Storm in WB till 13th April: ঝড়-বৃষ্টি হবে জেলায়-জেলায়, ৫০ কিমিতে বইবে হাওয়া, শনিতে ভিজবেও বাংলা, কোথায়?
Updated: 12 Apr 2024, 05:30 PM ISTআজ ঝড়-বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের জেলায়-জেলায়। ১৫টি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ঝড়ও উঠবে ওই জেলাগুলিতে। কয়েকটি জেলায় ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে ঝড় উঠবে। আর কয়েকটি জেলায় ৪০ কিমিতে ঝড় দেবে। শনিবার পশ্চিমবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে?
পরবর্তী ফটো গ্যালারি