Rain Forecast: কলকাতা বা পশ্চিমবঙ্গে সেই অর্থে অশনির প্রভাব পড়ার সম্ভাবনা কম। তবে ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আজকে থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি নামবে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকে আকাশ মেঘলা। বেলা বাড়তেই বৃষ্টি নামতে পারে।
1/5আজ সকাল থেকেই আকাশ মেঘলা ছিল কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের। আর বেলা বাড়তেই বৃষ্টিপাত শুরু হয় কলকাতায়। ঘূর্ণিঝড় অশনি উপকূলের দিকে ধেয়ে আসতেই এর প্রভাবে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায়। (AP)
2/5আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, কলকাতা ছাড়াও আজ হাওড়া এবং দুই পরগনায়র কিছু অংশে, দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷ এছাড়া (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5সোমবার থেকে শুক্রবার পর্যন্ত জেলায় জেলায় বজ্রবিদ্যুত-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। ঘূর্ণিঝড়ের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজ থেকে। পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। (ছবি - এএনআই) (Shrikant Singh)
4/5১০মে দক্ষিণবঙ্গের সব জেলাতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। ১১ এবং ১২ মে উপকূলবর্তী তিন জেলা পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এই তিন জেলা বাদে দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই দিনগুলিতে। (AP)
5/5উত্তরবঙ্গে বৃষ্টি: উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টি চলবে। আজ উত্তরবঙ্গের সব জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ) বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)