বাংলা নিউজ >
ছবিঘর > এই ৩ শেয়ারেই বাজিমাত! ৭০ কোটি টাকা কামালেন রাকেশ ঝুনঝুনওয়ালা
এই ৩ শেয়ারেই বাজিমাত! ৭০ কোটি টাকা কামালেন রাকেশ ঝুনঝুনওয়ালা
Updated: 09 May 2022, 09:02 PM IST
Soumick Majumdar
টাইটান কোম্পানিতে রাকেশ ঝুনঝুনওয়ালার ৩.৯৮% অংশীদারিত্ব রয়েছে। তিনটি স্টক থেকে ডিভিডেন্ড বাবদ রাকেশ ঝুনঝুনওয়ালা প্রায় ৭০ কোটি টাকা আয় করবেন।
1/5সম্প্রতি, টাইটান কোম্পানি, কানারা ব্যাঙ্ক এবং ফেডারেল ব্যাঙ্ক, তাদের শেয়ারহোল্ডারদের ডিভিডেন্ডের ঘোষণা করেছে। তিনটি শেয়ারেই বড়সড় অংশীদার রাকেশ ঝুনঝুনওয়ালা। আর তাতেই দুর্দান্ত টাকা কামালেন শেয়ার মার্কেটের 'বিগ বুল'। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স) (Reuters)2/5টাইটানে শেয়ার প্রতি ৭.৫% ডিভিডেন্ড পাবেন বিনিয়োগকারীরা। ফাইল ছবি: পিটিআই (Reuters)3/5অন্যদিকে কানারা ব্যাঙ্ক ও ফেডারেল ব্যাঙ্ক শেয়ারে যথাক্রমে ৬.৫০% এবং ১.৮০% ডিভিডেন্ড ঘোষণা করেছে। ফাইল ছবি : রয়টার্স (Reuters)4/5তিনটি স্টক থেকে ডিভিডেন্ড বাবদ রাকেশ ঝুনঝুনওয়ালা প্রায় ৭০ কোটি টাকা আয় করবেন। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স) (Reuters)5/5টাইটান কোম্পানিতে রাকেশ ঝুনঝুনওয়ালার ৩.৯৮% অংশীদারিত্ব রয়েছে। তাঁর স্ত্রীরও এই সংস্থায় ১.০৭% শেয়ার রয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস) (Reuters)অন্য গ্যালারিগুলি