‘আনারস ছাপ’ জামা-প্যান্ট পরে মুম্বইয়ের রাস্তায় দেখা মেলে রণবীরের।
1/6বলিউডের তারকা অভিনেতা রণবীর সিং। অভিনয়ের পাশাপাশি নিজের ফ্যাশন স্টেটমেন্টের জন্য হামেশই চর্চায় থাকেন তিনি। বিশেষ করে তাঁর উদ্ভট পোশাক থেকে জুতা নিয়ে চর্চার শেষ নেই। (ছবি ইনস্টাগ্রাম)
2/6উদ্ভট ফ্যাশন স্টেটমেন্টের জন্য বিভিন্ন সময় ট্রোলের মুখোমুখিও হন। তবে এসব মোটেও পাত্তা দেন না রণবীর। সব পোশাকেই তিনি সমান আত্মবিশ্বাসী। সম্প্রতি আানারস প্রিন্টেড পোশাকে ধরা দিলেন অভিনেতা।
3/6‘গুচি’ ব্র্যান্ডের পোশাক থেকে জুতা, সবকিছুই রণবীরের পছন্দের তালিকায়। এককথায় তাঁকে ‘গুচিপ্রেমী’ বলা চলে। সম্প্রতি হালকা গোলাপি রঙের আনারস প্রিন্টের গুচির পোশাকে দেখা গিয়েছে রণবীরকে।
4/6এই পোশাকে নেটমাধ্যমে অভিনেতা ছবি শেয়ার করতেই হু হু করে ভাইরাল। সিল্কের শর্টস এবং শার্ট পরে ধরা দিয়েছেন তিনি। শর্টস এবং শার্টের প্রিন্ট একই রকমের। গোলাপি রঙের এই অদ্ভুত পোশাক দেখতে সাধারণ মনে হলেও, এর দাম মোটেও সাধারণ নয়।
5/6গুচি ব্র্যান্ডের এই পোশাকের দাম দুই লক্ষ টাকা। পরনে শার্টের দাম এক লক্ষ টাকার সামান্য বেশি এবং প্যান্টের দাম ৯১ হাজার ৭০০ টাকা। নেটদুনিয়ায় চর্চায় অভিনেতার এই লুক। অনেকেই অভিনেতার এই লুক দেখে প্রশংসা করেছেন। রণবীরের এই পোশাক সম্পর্কে আপনাদের কী মতামত?
6/6রণবীরকে শেষ পর্দায় দেখা গেছে ‘৮৩’ ছবিতে। অভিনেতার আসন্ন সিনেমার তালিকায় রয়েছে ‘সার্কাস’, ‘রকি অউর রানী কি প্রেমকাহিনি’, এ ছাড়া ‘অন্নিয়ন’ ছবির হিন্দি রিমেকে অভিনয় করবেন তিনি।