সামনেই মাদার্স ডে। মায়েদের দিন। আর এই বিশেষ দিন উপলক্ষ্যে জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নম্বর ওয়ানে বিশেষ একটি পর্বের আয়োজন করা হয়েছে। আর সেখানেই অভিনেতা, গায়করা আসবেন তাঁদের মায়েদের সঙ্গে। সম্প্রতি চ্যানেলের তরফে সেই পর্বের প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে।
দিদি নম্বর ওয়ানে মাদার্স ডে উদযাপন
এদিন জি বাংলার তরফে দিদি নম্বর ওয়ানের আগামী সানডে ধামাকা পর্বের প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে। সেদিনই এই শোতে উদযাপন করা হবে মাদার্স ডে। অতিথি হিসেবে মাকে সঙ্গে নিয়ে আসবেন রাহুল দত্ত, রাহুল দেব বসু, রাজা গোস্বামী, প্রমুখরা।
আরও পড়ুন: 'পেমেন্ট পাননি নাকি?' অনুমতি ছাড়াই শপথ ২ - র ক্লিপ ফাঁস টোটার! প্রতিবাদে গর্জে উঠলেন পরিচালক রাজা চন্দ
এদিন রাহুল গিটার বাজিয়ে মাকে ডেডিকেট করে একটি গান গান। অন্যদিকে অভিনেতা রাহুল দেব বসু বলেন, 'মায়ের কাছে ছেলেমানুষি না দেখালে কার কাছে দেখাব?' বাদ যাননি অভিনেতা রাজা গোস্বামীও। তিনিও তাঁর মাকে জড়িয়ে বলেন, 'আমার জীবনের সবথেকে বড় ফিক্সড ডিপোজিট হল মা।' ছেলের এই কথায় আবেগপ্রবণ হয়ে যান অভিনেতার মা। জড়িয়ে ধরে ছেলেকে চুমু খান তিনি।
আরও পড়ুন: 'পড়াশোনার বদলে কার স্কার্ট কত ছোট...', দক্ষিণ কলকাতার কোন স্কুলে কী চলে? ফাঁস সোশ্যাল মিডিয়ায়
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।