Ration Iris Scan system: আঙুলের ছাপ মিলছে না? এবার চখের মণিতে মিলবে রেশন, চালু হবে নয়া ব্যবস্থা
Updated: 03 Nov 2023, 10:53 AM ISTরেশন কার্ডের ডিজিটালকরণ প্রক্রিয়ার পর থেকে আঙুলের ছাপ স্ক্যান করিয়ে নিতে হয় রেশন। তবে রিপোর্ট অনুযায়ী, শীঘ্রই আইরিস স্ক্যানারের মাধ্যমে রেশন বণ্টন শুরু করা হতে পারে। উল্লেখ্য, আধারে অধীনে নাগরিকদের বায়োমেট্রিক তথ্য যুক্ত রয়েছে। তাতে রয়েছে চোখের মণিও।
পরবর্তী ফটো গ্যালারি