1/6হিন্দি টেলিভিশনের অন্যতম চর্চিত রিয়েল লাইফ জুটি সানায়া ইরানি ও মোহিত সাইগল। শুক্রবার ছিল মোহিতের জন্মদিন। আর স্বামীর বার্থ ডে'টা ভীষণ খাস করে তুললেন নায়িকা। এদিন সোশ্যাল মিডিয়ায় ঠোঁটে ঠোঁট রেখে একগুচ্ছ ছবি পোস্ট করতে দেখা গেল তাঁদের। (ছবি-ইনস্টাগ্রাম)
2/6মোহিতের জন্মদিনে সারপ্রাইজ পার্টি প্ল্যান করেছিলেন সানায়া। যেখানেই কাছের বন্ধুদের নিয়ে চলল সেলিব্রেশন। পছন্দের খাবার, পানীয় আর ভালোবাসার মানুষজন…ভরপুর আড্ডায়-জমে উঠেছিল সেলিব্রেশন। চু্ম্বনরত মোহিত-সানায় এই ছবির কমেন্ট বক্সে অভিনেতা করণ ট্যাকার লেখেন- 'আরে হচ্ছেটা কী! মা-বাবা দেখছে তো নাকি!