বাংলা নিউজ > ছবিঘর > Saudi Crown Prince MBS in India: সৌদি যুবরাজ সলমনের গলায় মোদীস্তুতি, ট্রেন-বন্দর করিডরের পর এবার পাখির চোখ প্রতিরক্ষায়

Saudi Crown Prince MBS in India: সৌদি যুবরাজ সলমনের গলায় মোদীস্তুতি, ট্রেন-বন্দর করিডরের পর এবার পাখির চোখ প্রতিরক্ষায়

ভারতের রাষ্ট্রীয় অতিথি হিসেবে দিল্লিতে আছেন সৌদি যুবরজ মহম্মদ বিন সলমন। আজ রাষ্ট্রপতি ভবনে তাঁকে আনুষ্ঠানিক ভাবে আমন্ত্রণ জানানো হয় সলমনকে। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একাধিক ইস্যু নিয়ে আলোচনা করেন সৌদি যুবরাজ। পাশাপাশি জি২০ সম্মেলনের জন্যে ভারতকে অভিনন্দ জানান সলমন।