₹300 Crores Seized: কংগ্রেস সাংসদের বাড়ি-অফিস যেন টাকার হিমালয়! বাজেয়াপ্ত নগদের পরিমাণ ছাড়াল ৩০০ কোটির গণ্ডি
Updated: 10 Dec 2023, 07:44 AM ISTঝাড়খণ্ডের থেকে নির্বাচিত কংগ্রেসের রাজ্যসভা সাংসদ ধীরজ সাহুর বাড়ি এবং তাঁর সঙ্গে যুক্ত সংস্থার অফিসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেছে আয়কর দফতর। বাজেয়াপ্ত টাকার পরিমাণ এতটাই যে তা গুনতে দু'দিনেরও বেশি লাগছে আধিকারিকদের। এদিকে বাজেয়াপ্ত টাকার পরিমাণ ৩০০ কোটির গণ্ডি ছাড়িয়ে গিয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি