Shani Gochar 2023 Astrology: জ্যোতিষশাস্ত্রের নিরিখে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ রাশি পরিবর্তন শনি। যে গ্রহকে জ্যোতিষশাস্ত্রে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। সেই শনির গোচরের ফলে কোন কোন রাশির জাতকদের জীবন থেকে দুঃখ-কষ্ট কেটে যাবে, তা দেখে নিন -
1/5তিন দশক পরে স্বরাশি কুম্ভে প্রবেশ শনির। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আজ শনির গোচর হচ্ছে। যে গ্রহকে কর্মফলদাতা ও ন্যায়দাতা হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ যে রাশির জাতকরা যেমন কাজ করেন, সেই রাশির জাতকদের তেমনই ফল দেন শনি দেবতা।
2/5মেষ রাশি- শনির গোচরের ফলে মেষ রাশির জাতকরা অত্যন্ত লাভবান হবেন। কেরিয়ারের দিক থেকে নয়া শিখরে পৌঁছাবেন। চাকরিতে নয়া সুযোগ মিলবে। ব্যবসায়ীদের জন্য এটা শুভ সময়। অর্থলাভের সম্ভাবনা বাড়বে। আটকে থাকা অর্থ ফেরত পেতে পারেন।
3/5বৃষ রাশি- শনির রাশি পরিবর্তনের ফলে বৃষ রাশির জাতকরা লাভবান হবেন। শনিদেবের কৃপায় বৃষ রাশির জাতকরা আর্থিক দিক থেকে আরও সাফল্যের মুখ দেখবেন। কর্মক্ষেত্রে সাফল্যের যোগ তৈরি হবে। স্বাস্থ্যের উন্নতি হবে বৃষ রাশির জাতকদের। পারিবারিক জীবন সুখকর হবে।
4/5তুলা রাশি- শনির গোচরের ইতিবাচক প্রভাব পড়বে তুলা রাশির জাতকদের উপর। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, যে তুলা রাশির জাতকদের পদোন্নতি দীর্ঘদিন ধরে আটকে আছে, তাঁদের এবার পদোন্নতির পথ প্রশস্ত হবে। ভালো হবে অ্যাপ্রাইজাল। ব্যবসায়ীরা মুনাফা লাভ করবেন। কর্মক্ষেত্রে নয়া কোনও দায়িত্ব লাভ করবেন।
5/5ধনু রাশি- শনির গোচরের ফলে ধনু রাশির জাতকদের ভালো সময় শুরু হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ধনু রাশির জাতকদের জীবনে এতদিন যে বাধা তৈরি হয়েছিল, তা কেটে যাবে। জীবনে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে সকলে আপনার কাজের প্রশংসা করবেন।