Snowfall forecast in Darjeeling: বুধবারও বরফ পড়ছে সিকিমে! দার্জিলিঙে কবে ও কোথায় তুষারপাত হবে? জানাল হাওয়া অফিস
Updated: 17 Jan 2024, 01:16 PM ISTএই সপ্তাহে কি দার্জিলিঙে ঘুরতে যাওয়ার কোনও পরিকল্পনা আছে? তাহলে কি এই সপ্তাহে তুষারপাত হবে দার্জিলিঙে? তা নিয়ে মুখ খুলল আলিপুর আবহাওয়া দফতর। এমনিতে আজ সকালেও সিকিমের লাচুংয়ের মতো জায়গায় তুষারপাত হয়েছে। সাদা চাদরে ঢেকে গিয়েছে অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট ডেস্টিনেশন।
পরবর্তী ফটো গ্যালারি