বাংলা নিউজ > ছবিঘর > ময়দান > ATP Finals Title- ফাইনালে সিনারকে ধ্বংস করে ফের চ্যাম্পিয়ন জকোভিচ, পিছনে ফেললেন রজারকে

ATP Finals Title- ফাইনালে সিনারকে ধ্বংস করে ফের চ্যাম্পিয়ন জকোভিচ, পিছনে ফেললেন রজারকে

নোভাক জকোভিচ রবিবার ইতিহাসের বইয়ে আবারও নিজের নাম খোদাই করেছেন। এবং নিজের কেরিয়ারে আরেকটি স্মরণীয় বছরের সমাপ্তি করলেন। নোভাক জকোভিচ রবিবার রেকর্ড সপ্তমবারের জন্য এটিপি ফাইনাল শিরোপা জিতলেন।