প্লেয়ার রিটেন করার পর আইপিএলের মিনি নিলামে কিছু ফ্র্যাঞ্চাইজি টিমের বেঁচে যাওয়া টাকার অঙ্কটা কিন্তু বেশ বড়। আবার পাশাপাশি কেকেআর-এর মতো দল এত বেশি টাকা খরচ করে ফেলেছে, তাদের স্কোয়াড পূরণ করতে পারবে কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এখন জেনে নিন কোন টিমের হাতে কত টাকা রয়েছে, কত জনকে তারা নিতে পারবে।
1/10নিলামে নামার আগে সব থেকে কম টাকা হাতে রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। মাত্র ৭ কোটি ৫ লক্ষ টাকা নিয়ে নিলামে নামবে কেকেআর। অথচ এখনও ১১ জন ক্রিকেটার কিনতে পারবে তারা। কী করে স্কোয়াড পূরণ করবে কলকাতার টিম?
2/10গত বারের চ্যাম্পিয়ন দল গুজরাট টাইটান্স কিন্তু তাদের মূল টিমটা ধরে রেখেছে। তবু তাদের কাছে রয়েছে ১৯ কোটি ২৫ লক্ষ টাকা। ৭ জন ক্রিকেটার কিনতে পারবে তারা। আর শক্তিশালী দল গড়ার রসদ তাদের আছে।
3/10চেন্নাই দলের প্রধান প্লেয়ারদের রেখে দিয়েছে। এখনও তারা ৭ জন প্লেয়ার কিনতে পারবে। হাতে রয়েছে ২০ কোটি ৪৫ লক্ষ টাকা। দল আরও সনুদ্র করে গুছিয়ে নেওয়ার সুযোগ সিএসকে-র কাছে রয়েছে।
4/10মূল টিমটাই ধরে রেখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। নিলামে নামার আগে তাদের কাছে রয়েছে ৮ কোটি ৭৫ লক্ষ টাকা। ৭ জন ক্রিকেটার কিনতে পারবে তারা।
5/10২০২২ সালে সবচেয়ে খারাপ পারফরম্যান্স করেছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে এ বার তারা ঘুরে দাঁড়াতে মরিয়া। মুম্বইয়ের পকেটে রয়েছে এখনও ২০ কোটি ৫৫ লক্ষ টাকা। এই টাকায় ৯ জন ক্রিকেটার কিনতে পারবে তারা।
6/10শার্দুল ঠাকুরকে ছেড়ে দিয়ে নিজেদের টাকা অনেকটাই বাড়িয়ে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এ বারের নিলামে তারা ১৯ কোটি ৪৫ লক্ষ টাকা নিয়ে নামবে। ৫ জন ক্রিকেটার কিনতে পারবে দিল্লি।
7/10পঞ্জাব কিংস আরও একবার নিলামেই নিজেদের দল গড়বে। তাদের হাতে রয়েছে দ্বিতীয় সর্বোচ্চ টাকা। ৩২ কোটি ২০ লক্ষ টাকা রয়েছে তাদের পকেটে। প্রীতি জিন্টার টিম এখনও ৯ জন ক্রিকেটার কিনতে পারবে। বোঝাই যাচ্ছে ভালো প্লেয়ারদের জন্য ঝাঁপাবে পঞ্জাব।
8/10রাজস্থান রয়্যালসের কাছে রয়েছে এখনও ১৩ কোটি ২০ লক্ষ টাকা। ৯ জন ক্রিকেটার কিনতে পারবে রাজস্থান।
9/10মিনি নিলামের জন্য ২৩ কোটি ৩৫ লক্ষ টাকা বাঁচিয়ে রেখেছে লখনউ সুপার জায়ান্টস। এই টাকায় ১০ জন ক্রিকেটার কিনতে পারবে তারা।
10/10সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসনকে ছেড়ে দিয়েছে। তারা বেছে বেছে কিছু প্লেয়ার রিটেন করেছে। তারা এখনও ১৩ জন ক্রিকেটারকে কিনতে পারবে। আর তাদের কাছে রয়েছে সবচেয়ে বেশি ৪২ কোটি ২৫ লক্ষ টাকা। বাকি ৯ দলের তুলনায় সর্বোচ্চ টাকা এটাই।