বাংলা নিউজ > ছবিঘর > ময়দান > IPL 2023 Auction: নিলামে সব থেকে কম টাকা হাতে থাকবে KKR-এর, কারা পকেট ভরে টাকা নিয়ে নামছে,জেনে নিন

IPL 2023 Auction: নিলামে সব থেকে কম টাকা হাতে থাকবে KKR-এর, কারা পকেট ভরে টাকা নিয়ে নামছে,জেনে নিন

প্লেয়ার রিটেন করার পর আইপিএলের মিনি নিলামে কিছু ফ্র্যাঞ্চাইজি টিমের বেঁচে যাওয়া টাকার অঙ্কটা কিন্তু বেশ বড়। আবার পাশাপাশি কেকেআর-এর মতো দল এত বেশি টাকা খরচ করে ফেলেছে, তাদের স্কোয়াড পূরণ করতে পারবে কিনা, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এখন জেনে নিন কোন টিমের হাতে কত টাকা রয়েছে, কত জনকে তারা নিতে পারবে।