মিথিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বাংলাদেশেক গায়ক জ... more
মিথিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বাংলাদেশেক গায়ক জন কবীর? শুনুন কী জানালেন তিনি সংবাদমাধ্যমকে।
1/6সৃজিত-পত্নী মিথিলাকে নিয়ে চর্চার কোনও কমতি নেই। রোজই অভিনেত্রীর নতুন নতুন প্রেমের খবর চাউর হয়ে যায় টিনসেল টাউনে। কখনও শোনা যায় সৃজিতকে ছেড়ে তিনি প্রথম স্বামী তাহসানের দিকে ঝুঁকছেন। এরপর তাঁর নাম জড়ায় বলিউডেরই পরিচালক দেবালয় ভট্টাচার্যের সঙ্গে। একসময় তো সোশ্যাল মিডিয়া তাঁকে আর সৃজাতকে নিয়ে কটাক্ষ করাও শুরু করে দিয়েছিল। এবার মিথিলার নাম জড়াল বাংলাদেশের এক গায়কের সঙ্গে।
2/6বাংলাদেশের সংগীত শিল্পী জন কবিরকেই নাকি মন দিয়েছেন অভিনেত্রী। দু'জনে অনেকদিনের পুরনো বন্ধু। তবে হঠাৎই বাংলাদেশের এই দুই তারকাকে নিয়ে মুখোরোচক খবরের ঢল নেমেছে সোশ্যাল মিডিয়ায়। এ দুই তারকার কিছু ছবি নিয়েই চর্চা শুরু হয়। তবে মিথিলা চুপ থাকলেও মুখ খুলেছেন গায়ক জন।
3/6বাংলাদেশের অনেকেরই দাবি মিথিলা আর তাহসানের বিয়ে ভাঙার কারণ ছিল এই জন। আর ফের নাকি গায়কের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে মিথিলার। যদিও জনের দাবি, ‘মিথিলার সঙ্গে আমার বন্ধুত্বটা কিন্তু তাহসানের মাধ্যমেই। যারা ভাবেন মিথিলার সঙ্গে আমার সম্পর্ক আছে বা সেটা ভেবে মজা পান। ভাবতেই পারেন।’
4/6জন আরও বলেন, ‘আপনাদের কথায় তো আমাদের জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে না। আপনারা যদি এসব গুঞ্জন ছড়িয়ে মজা পান, তাহলে করুন। কিন্তু, এতে কিছুই আসে-যায় না। কারণ আমি, মিথিলা তাহসান ভালো করেই জানি, আমরা কেমন।’
5/6২০০৬ সালে রাফিয়াত রশিদ মিথিলা বিয়ে করেছিলেন ওপার বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী তাহসানকে। ২০১৭ সালে মিথিলা ও তাহসানের মধ্যে ডিভোর্স হয়। তবে মেয়ে আইরার জন্য এখনও দু'জনের মধ্যে ভালো সম্পর্ক। ২০১৯ সালে মিথিলা বিয়ে করেন সৃজিত মুখোপাধ্যায়কে। আইরাও মায়ের সঙ্গে ভারত আর বাংলাদেশ দুই জায়গাতেই থাকে।
6/6কখনও ক্লিভেজ প্রদর্শন তো কখনও খোলা পিঠে যৌন আবেদন দিয়ে নেট নাগরিকদের ঘায়েল করা, এর জেরে প্রায়ই কটাক্ষের মুখেও পড়েন মিথিলা। তবে ওই সব ট্রোলারদের তিনি পাত্তা দেন না।