বাংলা নিউজ >
ছবিঘর >
নদীর পাথর, কাঠ, চিত্রশিল্পের ছোঁয়া, মানালিতে নতুন বাড়ি কঙ্গনার, দেখুন অন্দরমহল
নদীর পাথর, কাঠ, চিত্রশিল্পের ছোঁয়া, মানালিতে নতুন বাড়ি কঙ্গনার, দেখুন অন্দরমহল
Updated: 09 Jun 2022, 02:56 PM IST
লেখক Priyanka Bose
- মানালিতে নতুন বাড়ি কিনেছেন কঙ্গনা রানাওয়াত। সাজিয়ে তুলেছেন নিজের মতো করে। তাঁর বাড়ি জুড়ে রয়েছে পাহাড়ি শিল্পের ছোঁয়া।
1/10হিমাচলে গ্রামের বাড়ি কঙ্গনা রানাওয়াতের। মানালিতে নতুন বাড়ি কিনেছেন তিনি। নেটমাধ্যমে বাড়ির অন্দরের ঝলক শেয়ার করেছেন অভিনেত্রী। তাঁর নতুন বাড়ির অন্দরসজ্জা দেখলে চোখ ধাঁধাবে। (ছবি ইনস্টাগ্রাম)
2/10সম্পূর্ণ কাঠের কাজ করা অভিনেত্রীর বাড়ির অন্দরসজ্জায়। বাড়ির অন্দরে নদীর পাথর, স্থানীয় স্লেট এবং কাঠ দিয়ে তৈরি পর্বত শৈলী নজরে এসেছে।
3/10পাহাড়ি স্থাপত্য, ঐতিহ্যের ছোঁয়া রয়েছে বলি কুইনের বাড়ির অন্দরসজ্জায়।
4/10মানালিতে অভিনেত্রীর একটি বাড়ি রয়েছে। এরপর আরও একটি বাড়ি কিনে নিজের মতো করে সাজিয়েছেন নায়িকা।
5/10বসার জন্য দামী দামী সোফা, পুল খেলার জায়গা, সুন্দর ল্যাম্প শেড দিয়ে সাজানো বাড়ির অন্দরমহল।
6/10বাড়ির অন্দরের দেওয়াল কাঠের, পাশাপাশি কাঠের দারজায় শৈলি।
7/10অভিনেত্রী বাড়িতে রয়েছে বড় বড় কাঁচের জানলা, মেঝে জুড়ে কার্পেট পাতা, কাঠের বিছানা এবং সাইড টেবিল।
8/10বাড়ির ড্রইং রুমে রয়েছে দামী দামী সোফা, সেন্টার টেবিল এবং বড় কাঁচের জানলা থেকে পাহাড় দৃশ্যমান।
9/10চিত্রশিল্পের প্রতি আলাদাই ভালোবাসা রয়েছে কঙ্গনার। বাড়ির দেওয়ালে জুড়ে সাজিয়েছেন একাধিক পেইন্টিং।
10/10বাড়ির বারান্দা থেকে প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করছেন কঙ্গনা। শেয়ার করেছেন সেই ছবিও।
অন্য গ্যালারিগুলি