Stock Market Crashed: অসুস্থ শেয়ার বাজার থেকে ২ দিনে উবে গেল ৯.৭৫ লাখ কোটি টাকা! সবথেকে ধাক্কা কাদের?
Updated: 13 Jun 2022, 07:21 PM ISTStock Market Crashed: মাত্র দু'দিনে ভারতের ইক্যুইটি বাজার থেকে ৯.৭৫ লাখ কোটি টাকা উবে গেল। সোমবার ১,৪৫৭ পয়েন্ট কমে গিয়েছে সেনসেক্স। ২.৬ শতাংশ কমে নিফটি৫০ ঠেকেছে ১৫,৭৭৪.৪ পয়েন্টে। যা গত বছর জুলাইয়ের পর সর্বনিম্ন স্তরে ঠেকে গিয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি