Stock Market Crashed: মাত্র দু'দিনে ভারতের ইক্যুইটি বাজার থেকে ৯.৭৫ লাখ কোটি টাকা উবে গেল। সোমবার ১,৪৫৭ পয়েন্ট কমে গিয়েছে সেনসেক্স। ২.৬ শতাংশ কমে নিফটি৫০ ঠেকেছে ১৫,৭৭৪.৪ পয়েন্টে। যা গত বছর জুলাইয়ের পর সর্বনিম্ন স্তরে ঠেকে গিয়েছে।
1/8সপ্তাহের প্রথম কর্মদিবসের শুরুর কয়েক মিনিটেই বাজার থেকে কয়েক লাখ কোটি টাকা উবে গিয়েছিল। দিনের শেষে যে পরিসংখ্যান সামনে এল, তা শেয়ার বাজারের ঘুম কেড়ে নেবে। মাত্র দু'দিনে ভারতের ইক্যুইটি বাজার থেকে ৯.৭৫ লাখ কোটি টাকা উবে গেল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/8সোমবার ১,৪৫৭ পয়েন্ট কমে গিয়েছে সেনসেক্স। আপাতত বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক ৫২,৮৪৬.৭ পয়েন্টে ঠেকেছে। যা গত শুক্রবারও ১,০০০ পয়েন্টের বেশি পতনের সাক্ষী ছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/8একই অবস্থা হয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি৫০-র। সোমবার ২.৬ শতাংশ কমে নিফটি৫০ ঠেকেছে ১৫,৭৭৪.৪ পয়েন্টে। যা গত বছর জুলাইয়ের পর সর্বনিম্ন স্তরে ঠেকে গিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/8সেই পরিস্থিতিতে কার্যত ধসে পড়েছে শেয়ার বাজার। বিএসইতে নথিভুক্ত সংস্থাগুলি মাত্র দু'দিনে ৯,৭৫,৮৮৯.৭৭ কোটি টাকা। তার ফলে বাজারের মূলধন কমে ২,৪৫,১৯,৬৭৩.৪৪ কোটি টাকায় ঠেকেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)