Bhai Dooj: প্রতি বছর নিয়ম করে বোন শুভশ্রীর হাতে ফোঁটা নেন সঙ্গীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায়। এই বছরও তার অন্যথা হয়নি। কর্মসূত্রে আলাপ হলেও পারিবারিক সম্পর্ক গড়ে উঠেছে তাঁদের মধ্যে। দেখুন তিন শুভশ্রীর ভাইফোঁটার ছবি, মামাদের সঙ্গে দুষ্টুমিতে মেতে উঠেছে খুদে ইউভানও-
1/6ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা…। আজ ভাইফোঁটা। ভাইবোনেদের দিন। ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে মঙ্গলকামনা করেন বোনেরা। প্রতি বছরের মতো এই বছরও ফোঁটা দিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গীতশিল্পী জিৎ গঙ্গোপাধ্যায় প্রতি বারের মতো এই বছরও ফোঁটা নিলেন বোনে শুভশ্রীর হাতে। (ছবি ইনস্টাগ্রাম)
2/6সোশ্যাল মিডিয়ায় ভাইফোঁটার একগুচ্ছ ছবি শেয়ার করলেন শুভশ্রী। আরবানার বহুতলের আবাসনে ভাইফোঁটার আয়োজন করেছিলেন নায়িকা। থালায় ফোঁটার সরঞ্জাম সাজিয়ে তিন ভাইকে ফোঁটা দেন নায়িকা।
3/6ফোঁটা দেওয়ার মুহূর্তে অভিনেত্রী। এ দিন লাল রঙের কাজ করা কুর্তিতে ধরা দেন অভিনেত্রী।
4/6ফোঁটা দেওয়ার পরের ছবি। মামার কোলে ইউভান। প্রসঙ্গত, কর্মসূত্রে আলাপ জিৎ এবং শুভশ্রীর। তবে দুজনের মধ্যে আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠেছে। প্রতি বছর নিয়ম করে শুভশ্রীর হাতে ফোঁটা নেন সঙ্গীত পরিচালক।
5/6এ দিন মা এবং মামাদের ভাইফোঁটার মুহূর্তে আনন্দে মেতে উঠেছিল খুদে ইউভান। মায়ের সঙ্গে আনন্দের সঙ্গী সে। সাদা পাঞ্জাবিতে সেজেছিল খুদে ইউভান।
6/6বাড়িতে মামাদের দেখে হাসি, খুনসুটিতে মেতে উঠেছে ইউভান। মায়ের সঙ্গে তাঁর দুষ্টুমি ছবিতে ধরা পড়ছে। বাড়িতে এত লোকজন দেখে দিব্য়ি খুশি সে।