শহরের ভাতের হোটেলে সাধারণ ডাল-ভাত-তরকারির দাম শুনেই আঁতকে ওঠেন সকলে। রোগীর চিকিত্সা করাতে এসে নিজেদের খাওয়ার পেছনেই অনেক টাকা গচ্চা হয়।
1/5সরকারি হাসপাতালে চিকিত্সার জন্য বহু দূর থেকে রোগীরা আসেন। সঙ্গে আসেন আত্মীয়-পরিজনও। এদিকে শহরের ভাতের হোটেলে সাধারণ ডাল-ভাত-তরকারির দাম শুনেই আঁতকে ওঠেন তাঁরা। রোগীর চিকিত্সা করাতে এসে নিজেদের খাওয়ার পিছনেই অনেক টাকা গচ্চা হয়। প্রতীকী ছবি: পিন্টারেস্ট (Pinterest)
2/5এ বিষয়টাতেই এবার নজর দিল তেলাঙ্গানা সরকার। সেই রাজ্যের ১৮ হাসপাতালে চালু হল ৫ টাকা করে ৩ বেলা মিল। প্রতীকী ছবি; ফেসবুক (Facebook)
3/5রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী টি হরিশ রাও এই কর্মসূচীর সূচনা করেন। প্রতীকী ছবি: ফেসবুক (Facebook)
4/5সরকারের সঙ্গে এই কর্মসূচিতে পাশে দাঁড়িয়েছে হরে কৃষ্ণ মুভমেন্ট চ্যারিটেবল ফাউন্ডেশন। তাঁদের সাহায্যেই এই অসাধ্য সাধন সম্ভব হয়েছে। কর্মসূচীতে সরকারের বরাদ্দ ৪০ কোটি টাকা। প্রতীকী ছবি: ফেসবুক (Facebook)
5/5প্রসঙ্গত কলকাতাতেও একাধিক বেসরকারি সংস্থার CSR উদ্যোগে বিভিন্ন সরকারি হাসপাতালের সামনে এমন ব্যবস্থা রয়েছে। সেখানে ৬ টাকায় ডাল, ভাত, তরকারি মেলে। প্রতীকী ছবি: ফেসবুক (Facebook)