Ten crocodile mummies have been preserved for 2500 year found by archeologist: প্রায় ২৫০০ বছরেরও বেশি সময় ধরে সংরক্ষিত ছিল ১০টি কুমিরের মমি। এর আগে অন্য প্রাণীদের সমাধি পাওয়া গেলেও কুমিরের মমি পাওয়া বিরল।মিশরের বুকে নতুন করে কী রহস্যের সন্ধান পেলেন প্রত্নবিদরা।
1/5একটি প্রাচীন মিশরীয় সমাধিতে সম্প্রতি ১০ টি মমিকৃত কুমির আবিষ্কার করেছেন প্রত্নতাত্ত্বিকরা। প্রত্নতাত্ত্বিকদের অনুমান, প্রায় ২৫০০ বছরেরও বেশি সময় ধরে সেখানে সংরক্ষিত আছে এই মমিগুলি। কিন্তু কেন এভাবে কুমিরের মমি সংরক্ষণ? (Bea De Cupere/RBINS/Cover Images)
2/5প্রত্নতাত্ত্বিকদের কথায়, মিশরের এক প্রাচীন দেবতাদের মধ্যে সোবেকের আদল ছিল কুমিরের মতো। বলা ভালো, তার দেহ মানুষের হলেও মাথা ছিল কুমিরের আকৃতি। ধারণা করা হচ্ছে, তাঁকে সম্মান জানাতেই জ্যান্ত কুমিরকে এভাবে সমাধিস্থ করা হয়। (Bea De Cupere/RBINS/Cover Images)
3/5স্পেনের জেন বিশ্ববিদ্যালয়ের প্রত্নতাত্ত্বিকরা ২০১৯ সালে নীল নদীর পশ্চিম তীরে কুব্বাত আল-হাওয়ায় একটি সমাধিতে এই মমিগুলি পান। তবে কুমির মিশরীয় সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। দেবতাকে সন্তুষ্ট করতে কুমিরকেই বলি দেওয়া হত নিয়মিত। (Bea De Cupere/RBINS/Cover Images)
4/5ধর্মীয় আচার-অনুষ্ঠান ছাড়াও, কুমির ছিল মিশরীয়দের খাদ্যের অন্যতম প্রধান উৎস। এমনকী এই সরীসৃপের চর্বি ব্যথা নিরাময়ের ওষুধ তৈরি করতেও ব্যবহার করা হতো। (Bea De Cupere/RBINS/Cover Images)
5/5বিড়াল এবং বেবুন সহ বেশ কিছু প্রাণীকে মমিকৃত অবস্থায় পাওয়া গেলেও সংরক্ষিত কুমিরের সন্ধান পাওয়া একরকম বিরল বলা যায়। তাই এই নিয়ে বেড়েছে প্রত্নত্বাত্তিকদের কৌতুহল। (Bea De Cupere/RBINS/Cover Images)