পেট্রোল ও ডিজেলের উপরে ২ টাকা করে অতিরিক্ত উৎপাদন ... more
পেট্রোল ও ডিজেলের উপরে ২ টাকা করে অতিরিক্ত উৎপাদন শুল্ক ধার্য করার ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকার। তবে ঘোষণা করেও সেই শুল্ক কার্যকর করার দিনক্ষণ এখমাস পিছিয়ে দিল কেন্দ্র।
1/4উল্লেখ্য, চলতি অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশের সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেছিলেন, যে পেট্রোল ও ডিজেলে ইথানল ও বায়ো-ডিজেল মেশানো হয় না, তার উপর ২ টাকা অতিরিক্ত শুল্ক চাপানো হবে। ১ অক্টোবর থেকেই সেই শুল্ক আদায় করার কথা ছিল কেন্দ্রের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
2/4তবে উৎসবের আবহে কেন্দ্রের তরফে গতকাল ঘোষণা করা হয়, ১ অক্টোবর নয়, বরং ১ নভেম্বর থেকে অতিরিক্ত ২ টাকা শুল্ক (ইথানল ও বায়ো-ডিজেলহীন পেট্রোল এবং ডিজেলের উপর) আদায় করা শুরু হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য ব্লুমবার্গ)
3/4বর্তমানে দেশে ৯০ শতাংশ পেট্রোলের সঙ্গেই ১০ শতাংশ ইথানল মেশানো হয়ে থাকে। আমদানি করা জ্বালানির উপর নির্ভরতা কমাতেই এই উদ্যোগকে স্বাগত জানায় কেন্দ্র। পাশাপাশি এতে কৃষকরা লাভবান হন। কারণ ইথানল আখ, চালের মতো কিছু খাদ্যশস্য থেকে উৎপাদন করা হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
4/4এদিকে যে পেট্রোলে ইথানল বা মিথানল মেশানো হয় না এবং যে ডিজেলে বায়ো-ডিজেল মেশানো হয় না সেগুলির খুচরো বিক্রির ক্ষেত্রে প্রতি লিটারে ১.৪০ টাকার পরিবর্তে ৩.৪০ টাকা শুল্ক ধার্য করা হবে ১ নভেম্বর থেকে। এদিকে এই ধরনের জ্বালানি তেলের উৎপাদন শুল্ক ২.৬০ টাকা থেকে বেড়ে হবে ৪.৬০ টাকা। প্রতীকী ছবি : পিটিআই