Update on Sahara ₹25000 Crore Refund: সাহারার ২৫০০০ কোটি সেবির থেকে নিয়ে নেবে সরকার, লগ্নিকারীরা কবে ফেরত পাবেন টাকা?
Updated: 20 Nov 2023, 11:23 AM ISTবিনিয়োগকারীদের থেকে নিয়ম বহির্ভূত ভাবে কয়েক হাজার কোটি টাকা তুলেছিল সাহারা। পরে সেবির কাছে সেই টাকা ফিরিয়েছিল সুব্রত রয়ের সংস্থা। আদালতের নির্দেশে সেই টাকা বিনিয়োগকারীদের ফিরিয়ে দিতে হবে। তবে এখনও ২৫ হাজার কোটি টাকা পড়ে সেবির কাছে। সেই টাকা সরানোর কথা ভাবছে সরকার।
পরবর্তী ফটো গ্যালারি