Pannun Case: পান্নুন হত্যা-ষড়যন্ত্রে ধৃত ভারতীয়ের বিরুদ্ধে প্রমাণ পেশের বার্তা, বাইডেন সরকারকে নির্দেশ মার্কিন কোর্টের
Updated: 11 Jan 2024, 12:25 PM IST Sritama Mitra 11 Jan 2024 NY court order biden govt for shikhs for justice, US court asks Biden Govt to show proof against Nikhil Gupta in pannun case, US Court on Pannun Murder Plot allegation, Gurpatwant Singh Pannun, গুরপতওয়ান্ত সিং পান্নুন, পান্নুন হত্যা ষড়যন্ত্রে প্রমাণ চাইল মার্কিন কোর্ট, গুরপতনওয়ান্ত সিং পান্নুনের হত্যার ষড়যন্ত্র নিয়ে মার্কিন কোর্ট চাইল প্রমাণগত বছর নভেম্বর মাসে, ম্যানহ্যাটনের ফেডারেল কোর্টে ... more
গত বছর নভেম্বর মাসে, ম্যানহ্যাটনের ফেডারেল কোর্টে মার্কিন প্রশাসনের তরফে অভিযোগ আনা হয়, সেদেশে নিবাসী গুরপতনওয়ান্ত সিং পান্নুনকে হত্যার ছক কষেছে এক ভারতীয় অফিসার। তাদের অভিযোগ, আর সেই অফিসার এই হত্যার জন্য নিখিল গুপ্তাকে ভাড়া করে, যদিও হত্যার চেষ্টা ব্যর্থ হয়।
পরবর্তী ফটো গ্যালারি