কেন্দ্রের দেওয়া তথ্য বলছে, পুলিশ এনকাউন্টারের কেসে... more
কেন্দ্রের দেওয়া তথ্য বলছে, পুলিশ এনকাউন্টারের কেসে মৃত্যুর ঘটনার সংখ্যায় এগিয়ে রয়েছে জম্মু ও কাশ্মীর। সেখানে ২০২১-২২ সালে ৪৫ টি এমন ঘটনার কথা উল্লেখ করা রয়েছে।
1/5হেফাজতে থেকে বন্দিদের মৃত্যুর সংখ্যায় গত দুই বছরের পরিসংখ্যান সংসদে পেশ করল কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই এই বিষয়ে রাজ্যভিত্তিক তথ্যও দিয়েছেন। আর সেই তথ্যের নিরিখে দেখা যাচ্ছে, দেশের মধ্যে সবচেয়ে বেশি জেলবন্দির মৃত্যু হয়েছে বিজেপি শাসিত উত্তর প্রদেশে। পরিসংখ্যানের খাতে পশ্চিমবঙ্গ কত নম্বরে রয়েছে? দেখে নেওয়া যাক কিছু তথ্য। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (HT_PRINT)
2/5উত্তরপ্রদেশের কেস সংখ্যা- উত্তরপ্রদেশে ২০২১-২২ সালে জেল হেফাজতে মৃত্যুর সংখ্যা ৫০১, আর ২০২০-২১ সালে তা ছিল ৪৫১ টি। এই তথ্য লিখিত আকারে লোকসভায় জানিয়েছেন নিত্যানন্দ রাই। তিনি জানান, ২০২১-২২ সালে ২,৫৪৪টি হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেছে। আর ২০২০-২১ সালে ঘটেছে ১৯৪০ টি এমন ঘটনা। প্রতীকী ছবি(যোগী আদিত্যনাথ) (ANI Photo) (HT_PRINT)
3/5পশ্চিমবঙ্গ কত তম স্থানে: লোকসভায় দেওয়া কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, পশ্চিমবঙ্গে ২০২১-২০২২ সালে ২৫৭ টি কেস রেজিস্টার হয়েছে যেখানে হেফাজতে বন্দি মৃত্যুর তথ্য উঠে এসেছে। ২০২-২০২১ সালে এমন ১৮৫ টি ঘটনার কথা রেজিস্টার হয়েছে।(প্রতীকী ছবি।মমতা বন্দ্যোপাধ্যায়।) (HT_PRINT)
4/5পুলিশ এনকাউন্টারের কেসে এগিয়ে কোন এলাকা: কেন্দ্রের দেওয়া তথ্য বলছে, পুলিশ এনকাউন্টারের কেসে মৃত্যুর ঘটনার সংখ্যায় এগিয়ে রয়েছে জম্মু ও কাশ্মীর। সেখানে ২০২১-২২ সালে ৪৫ টি এমন ঘটনার কথা উল্লেখ করা রয়েছে। সারা দেশে ২০২১-২২ সালে ১৫১ টি পুলিশি এনকাউন্টার ও ২০২০-২১ সালে ৮২ টি পুলিশি এনকাউন্টারের ঘটনা রেজিস্টার হয়েছে বলে জানানো হয়েছে।ফাইল ছবি : পিটিআই (HT_PRINT)
5/5কোন সূত্রের নিরিখে তথ্য: কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই জানিয়েছেন যে জাতীয় মানাবাধিকার কমিশনের দেওয়া তথ্যের ভিত্তিতে এই কেসের সম্পর্কে তথ্য জানা গিয়েছে। 'প্রোটেকশন অফ হিউম্যান রাইট অ্যাক্ট ১৯৯৩' সালের আইন অনুসারে কেন্দ্র বারবার মানবাধিকার রক্ষার বিষয়ে অ্য়াডভাইসারি জারি করে বলেও জানিয়েছেন মন্ত্রী। (ANI Photo/Sansad TV) (HT_PRINT)