Uttarakhand Tunnel Rescue Update: খুব কাছে, তাও বড্ড দূরে; মেশিন ‘সুস্থ’ হলেও ফের বিপত্তি, উত্তরকাশীতে থমকাল খনন
Updated: 25 Nov 2023, 12:53 AM ISTগত ১২ নভেম্বর থেকে উত্তরাখণ্ডের চারধাম রুটের উত্তর... more
গত ১২ নভেম্বর থেকে উত্তরাখণ্ডের চারধাম রুটের উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে আছেন ৪১ জন শ্রমিক। প্রতিবার মনে হচ্ছে যে আজ বুঝি উদ্ধার করা হবে তাঁদের। কিন্তু কিছু না কিছু সমস্যা হচ্ছে। সেই সাময়িক বিপত্তি সত্ত্বেও নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।
পরবর্তী ফটো গ্যালারি