WB Weather Update on 31st December: ঘূর্ণাবর্তের অবস্থান কোথায়? বছরের শেষ দিনে বৃষ্টি হবে বাংলায়? ঠান্ডা কি পড়বে?
Updated: 30 Dec 2023, 04:13 PM ISTপরশু থেকে বাংলাদেশের ওপর প্রায় একই স্থানে আছে ঘূর্ণাবর্ত। এই আবহে পশ্চিমবঙ্গের বাতাসে বাষ্পের প্রবেশ জারি রয়েছে। এদিকে উত্তরেও ঝঞ্ঝা রয়েছে। যার জেরে উত্তুরে হাওয়া প্রবেশ করতে পারছে না বাংলায়। তবে বছরের শেষ দিনে ও বছরের শুরুর দিকে উত্তরের পাহাড়ে বৃষ্টি ও তুষারপাত হতে পারে বলে জানা গিয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি