Weather update in WB on Makar Sankranti: মকর সংক্রান্তিতে ঘন কুয়াশায় ঢাকবে ১৩ জেলা! ১টিতে শৈত্যপ্রবাহ, কবে ঠান্ডা কমবে?
Updated: 15 Jan 2024, 12:30 AM ISTসোমবার মকর সংক্রান্তি। আর সেদিন পশ্চিমবঙ্গের ১৩টি জেলায় ঘন কুয়াশার দাপট থাকবে। ওই ১৩টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তারইমধ্যে আবার একটি জেলায় শৈত্যপ্রবাহ চলবে। মকর সংক্রান্তিতে রাজ্যের কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে? কেমন ঠান্ডা থাকবে? তা দেখে নিন। কবে থেকে শীত কমবে, তাও জেনে নিন।
পরবর্তী ফটো গ্যালারি