West Bengal assembly election 2021: একক সংখ্যাগরিষ্ঠতার দৌড়ে এখনও এগিয়ে তৃণমূল, ৫৫ শতাংশের পছন্দ মমতাই : সমীক্ষা
Updated: 28 Feb 2021, 12:37 PM ISTইতিমধ্যে ঘোষণা হয়ে গিয়েছে বিধানসভা ভোটের নির্ঘণ্ট। আগামী মে'র পর রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে চলেছে, তা আট দফায় নির্ধারণ করবেন পশ্চিমবঙ্গবাসী। তার আগে এবিপি আনন্দ-সি ভোটার জনমত সমীক্ষায় বাংলার মসনদে বসার দৌড়ে কিছুটা এগিয়ে থাকল তৃণমূল কংগ্রেস। এমনকী চলতি মাসের মাঝামাঝি সময় যে সমীক্ষা হয়েছিল, তার তুলনায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের আসন বেড়েছে। জনপ্রিয়তা বেড়েছে মমতারও। সেই সমীক্ষায় কোন দলের ঝুলিতে কত আসন গিয়েছে, তা দেখে নিন একনজরে -
পরবর্তী ফটো গ্যালারি