সমস্যা কোথায়? অতিরিক্ত ভ্যালুয়েশন, ব্যবসার মডেল না...
more
সমস্যা কোথায়? অতিরিক্ত ভ্যালুয়েশন, ব্যবসার মডেল নাকি প্রতিযোগিতা ঘিরে?
1/5শেয়ার বাজারে ইস্যু মূল্যের চেয়েও নিচে জোমাটো। ১৫ ফেব্রুয়ারি সর্বনিম্ন স্তরে পৌঁছে যায় ফুড ডেলিভারি অ্যাপের শেয়ার। আর তাতেই একাধিক অশনি সংকেত দেখছেন বিনিয়োগকারীরা। ফাইল ছবি : মিন্ট (Mint)
2/5কেন কমেছে দাম? এমনিতেই বিশ্বজুড়ে নয়া প্রযুক্তির স্টার্ট-আপগুলির সময় ভাল যাচ্ছে না। অনেকের মতে, অতিরিক্ত ভ্যালুয়েশন করা হচ্ছিল। এটা বাজার সংশোধন হচ্ছে। সেলঅফের প্রবণতা মিটে গেলে আবার ধীরে ধীরে দাম বাড়বে। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (Mint)
3/5অতিরিক্ত ভ্যালুয়েশনের পাশাপাশি, বিপুল রেভেনিউ সত্ত্বেও লোকসানে চলা, আমাজনের মতো সংস্থার ডেলিভারির ব্যবসায় প্রবেশ নিয়েও চিন্তিত বিনিয়োগকারীরা। (ছবি সৌজন্য রয়টার্স) (Mint)
4/5বেড়েছে জোমাটোর ডেলিভারির খরচও। আসলে জোমাটো গ্রাহক টানতে ডেলিভারি চার্জ হ্রাস করেছে। ফলে ৫০ টাকার রোলও লোকে বাড়ি বসে অর্ডার করছে। এদিকে ৫০ টাকার রোল ডেলিভারিতেও যা খরচ, ১,২০০ টাকার পিত্জা ডেলিভারিতেও সেই একই খরচ। ফলে কমিশন কম পেলেও সেই একই খরচ হচ্ছে জোমাটোর। ফলে লাভ করার জায়গা কমে যাচ্ছে। ফাইল ছবি : মিন্ট (Mint)
5/5তাছাড়া ২০২০-২১-এ করোনা পরিস্থিতিতে সবাই বাড়ি ছিল। রেস্তোরাঁগুলিরও ব্যবসা চালাতে হত। সেই কারণে সেই সময়ে জোমাটো বিপুল ব্যবসা করেছে। কিন্তু করোনা পরিস্থিতি এখন স্তিমিত। ফলে ডেলিভারির সেই রমরমাটা আর নেই। এ কথা সংস্থা নিজেই স্বীকার করেছে। ফাইল ছবি : রয়টার্স (Mint)