বাংলা নিউজ > ময়দান > National Motorcycle Racing Championship: প্রতিযোগিতা চলাকালীন গাড়ি দুর্ঘটনা, প্রয়াত নবীন রাইডার শ্রেয়স হরিশ

National Motorcycle Racing Championship: প্রতিযোগিতা চলাকালীন গাড়ি দুর্ঘটনা, প্রয়াত নবীন রাইডার শ্রেয়স হরিশ

শ্রেয়স হরিস। ছবি- টুইটার

মাত্র ১৩ বছর বয়সে প্রান হারালেন রেসার শ্রেয়স হরিশ। বাইক দুর্ঘটনায় ট্র্যাকেই প্রান হারান এই রেসার।

শুভব্রত মুখার্জি: রেসিং ট্র্যাকে বাইক দুর্ঘটনা একেবারেই নতুন ঘটনা নয়। সেই গাড়ি দুর্ঘটনার ফলে প্রাণহানিও নতুন ঘটনা নয়। রেসিং ট্র্যাকে ব্রাজিলিয়ান তারকা ড্রাইভার আয়ারটন সেনার স্মৃতি ফের একবার ফিরে এল। রেসিং প্রতিযোগিতা চলাকালীন ঘটে যায় দুর্ঘটনাটি। আর সেই দুর্ঘটনার ফলেই প্রাণ হারাতে হল নবীন রাইডার শ্রেয়স হরিশকে। মাদ্রাজ মোটর স্পোর্টস আয়োজন করেছিল এই প্রতিযোগিতার। আর সেখানেই ঘটে গিয়েছে এই দুর্ঘটনা। এই ঘটে যাওয়া ঘটনার ফলে শনিবার এবং রবিবারের সব রেসিং বাতিল করে দেওয়া হয়েছে।

১৩ বছর বয়সি বেঙ্গালুরুর নবীন চালক কোপ্পারাম শ্রেয়স হরিশ দুর্ঘটনার ফলে প্রাণ হারালেন। খুব বাজেভাবে ঘটা দুর্ঘটনার ফলে যে চোট পেয়েছিলেন হরিশ। সেই চোটের ফলেই অবশেষে জীবনযুদ্ধের লড়াই শেষ হয় এই নবীন চালকের। প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড চলাকালীন ঘটে যায় এই অনভিপ্রেত ঘটনা। মাদ্রাজ ইন্টারন্যাশনাল সার্কিটে বসেছিল এই প্রতিযোগিতা। এমআরএফ আয়োজিত এমএমএসসি এফএমএসসিআই ইন্ডিয়ান মোটর সাইকেল রেসিং চ্যাম্পিয়নশিপের আসর বসেছিল মাদ্রাজে।সেখানেই ঘটে যায় এই দুর্ঘটনাটি।

ঘটনা ঘটার পরবর্তীতে সব রেসিং বাতিল করে দেওয়া হয়েছে। ২০১০ সালের ২৬ জুলাই জন্ম হয় শ্রেয়স হরিশের। জাতীয় পর্যায়ে অন্যতম উদীয়মান তারকা রেসার ছিলেন হরিশ। তাঁর মৃত্যুতে ভারতীয় রেসিং সার্কিটে নেমে এসেছে শোকের ছায়া। রুকি রেস শুরু হওয়ার পরেই ঘটে দুর্ঘটনা। পোল পজিশনে কোয়ালিফাই করেছিলেন শ্রেয়স। টার্ন-১'এ ঘটে যায় দুর্ঘটনাটি। দুর্ঘটনার ফলে মাথায় মারাত্মক চোট পান তিনি। সঙ্গে সঙ্গে রেড ফ্ল্যাগ করে থামানো হয় রেস। হরিশকে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয় সামনেরMdjs এক হাসপাতালের ট্রমা কেয়ারে। হাসপাতালে তার সঙ্গে যান তাঁর বাবাও। হাসপাতালে নিয়ে যাওয়ার পরপরেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মালয়েশিয়ার সেপাঙ্গ সার্কিটে এমএসবিকে চ্যাম্পিয়নশিপে লড়ার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই সব শেষ হয়ে গেল।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন