শুভব্রত মুখার্জি: চলতি অস্ট্রেলিয়ান ওপেনের সবথেকে বড় অঘটনটি মনে হয় ঘটে গেল বুধবার। পুরুষদের সিঙ্গেলসের কোয়ার্টার ফাইনালে হেরে গেলেন এই মুহূর্তের টেনিস সেনসেশান কার্লোস আলকারাজ। তাঁকে হারিয়ে দিয়ে সেমিফাইনালে চলে গেলেন জার্মানির তারকা টেনিস খেলোয়াড় আলেকজান্ডার জেরেভ। দ্বিতীয় বাছাই আলকারাজের বিরুদ্ধে এদিন জেরেভের পারফরম্যান্স চমকে দিয়েছেন টেনিস বিশেষজ্ঞদের। চার সেটের টানটান লড়াইতে এদিন ম্যাচ জিতেছেন জেরেভ। মেলবোর্ন পার্কের রড লেভার এরিনাতে এদিন প্রচন্ড গরমকে উপেক্ষা করেই এক অনবদ্য পারফরম্যান্স তুলে ধরেছেন জেরেভ। যার জেরেই অস্ট্রেলিয়ান ওপেনে ঘটেছে নক্ষত্রপতন। জেরেভের পক্ষে ম্যাচের ফল ৬-১, ৬-৩, ৬-৭ (৭-২), ৬-৪।
প্রসঙ্গত গত বছর উইম্বলডন ফাইনালে নোভাক জকোভিচকে হারিয়ে দিয়ে চমক দিয়েছিলেন আলকারাজ। ২০২২ সালে জিতেছিলেন ইউএস ওপেন। তরুন এই স্প্যানিয়ার্ডকে পরবর্তী প্রজন্মের বড় তারকা হিসেবেই প্রোজেক্ট করা হচ্ছে। রজার ফেদেরার, রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ পরবর্তী সময়ে তিনিই আগামী দিনে টেনিস বিশ্বে রাজত্ব করবেন বলে আশা করছেন বিশেষজ্ঞরা। সেই তিনিই এদিন মেলবোর্ন পার্কে বেশ বর্ণহীন ছিলেন। প্রথম দু'টি সেটে জেরেভের বিরুদ্ধে দাঁড়াতেই পারেননি আলকারাজ। স্প্যানিশ টেনিস তারকাকে ১-৬, ৩-৬ গেমে প্রথম দু'টি সেট হারিয়ে দেন জেরেভ।
তৃতীয় সেটে কিছুটা লড়াই গড়ে তোলেন আলকারাজ। এই সেট জিতে ২-১ করে ম্যাচে ফেরেন আলকারাজ। তৃতীয় সেটটি তিনি জেতেন টাইব্রেকারে জেতার পরে। ঘটনাচক্রে এই তৃতীয় সেটেও একটা সময়ে এগিয়ে ছিলেন জেরেভ। মনে হয়েছিল তিনি স্ট্রেট সেটে জিততে পারেন ম্যাচটি। তবে তা সম্ভব হয়নি। তৃতীয় সেটটি জিতে কিছুটা লড়াইয়ের আভাস দেন আলকারাজ। তবে চতুর্থ সেটে পুনরাবৃত্তি ঘটে প্রথম দুই সেটের। আলকারাজ ৪-৪ গেম পর্যন্ত লড়াই করেন।তার পরেই আলকারাজের সার্ভিস ব্রেক করে লিড নেন জেরেভ। পরবর্তী সময়ে নিজের সার্ভিস ধরে রেখে জিতে ম্যাচ জিতে নেন জার্মান তারকা। এদিন সেমিফাইনালে উঠেছেন ড্যানিল মেদভেদেভও। তিনি পাঁচ সেটের লড়াইতে হারিয়ে দিয়েছেন হুবার্ট হুরকাজকে। পাঁচ সেটের লড়াই মেদভেদেভ জিতেছেন ৭-৬ (৭-৪), ২-৬, ৬-৩, ৫-৭, ৬-৪ ফলে। সেমিফাইনালে মেদভেদেভ মুখোমুখি হবেন জেরেভের। অপর সেমিফাইনালে জকোভিচ খেলবেন ইয়ানিক সিনারের বিরুদ্ধে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।