ব্যাট হাতে ব্যর্থ আন্দ্রে রাসেল। বলও করেননি ক্যারিবিয়ান তারকা। যদিও তা সত্ত্বেও আবু ধাবি টি-১০ লিগে নর্দার্ন ওয়ারিয়র্সকে হারাতে বিশেষ অসুবিধা হল না ডেকান গ্ল্যাডিয়েটর্সের। সৌজন্যে ওয়ানিন্দু হাসারাঙ্গার অবিশ্বাস্য বোলিং এবং ডেভিড ওয়াইজের ঝোড়ো ব্যাটিং।
জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে নর্দার্ন ওয়ারিয়র্স। নির্ধারিত ১০ ওভারে তারা ৬ উইকেটের বিনিময়ে ৭০ রান তোলে। কেনার লুইস ১০, মইন আলি ৬, রোভম্যান পাওয়েল ১১, সমিত প্যাটেল ২১ ও অভিমন্যু মিঠুন অপরাজিত ১১ রান করেন।
হাসারাঙ্গা ২ ওভারে মাত্র ৫ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। ১টি করে উইকেট নিয়েছেন ওয়াহাব রিয়াজ, ওডিন স্মিথ ও টাইমাল মিলস।
জবাবে ব্যাট করেত নেমে ডেকান ৭.১ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৭৬ রান তুলে ম্যাচ জিতে যায়। টম মুরস ১৭ বলে ২১ রান করে অপরাজিত থাকেন। ডেভিড ওয়াইজ ৩টি ছক্কার সাহায্যে ৯ বলে ২৭ রান করে নট-আউট থাকেন। টম ব্যান্টন ৪, আন্দ্রে রাসেল ৪ ও আনোয়ার আলি ৬ রান করে আউট হন। ১টি করে উইকেট নেন জোস লিটল, অভিমন্যু মিঠুন, ইমরান তাহির ও সমিত প্যাটেল।
ডেকান গ্ল্যাডিয়েটর্স ১৭ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন হাসারাঙ্গা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।