বাংলা নিউজ > ময়দান > হার্দিক নিজের কাজে বিশ্বসেরা, ওকে দেখেই প্ল্যান করেছিলাম আমরা, বললেন ম্যাচের সেরা গ্রিন

হার্দিক নিজের কাজে বিশ্বসেরা, ওকে দেখেই প্ল্যান করেছিলাম আমরা, বললেন ম্যাচের সেরা গ্রিন

পঞ্চাশ করার পরে ক্যামরন গ্রিন (ছবি-এএনআই) 

অজি অলরাউন্ডার বলেন, ‘আমরা টিম ইন্ডিয়ার ব্যাটিং দেখার সুযোগ পেয়েছিলাম এবং হার্দিক অবশ্যই সেরাদের একজন ছিলেন। যেমন সে মাঠে করে থাকেন। তাঁকে দেখে খুশি হয়েছিলাম। তাঁকে ব্যাট করতে দেখে ভালো লেগেছে এবং রান তাড়া করার সময় আমাদের কীভাবে ব্যাট করা উচিত তা সেই ইনিংস আমাদের একটা ধারণা দিয়েছিল।’

টি-টোয়েন্টি আন্তর্জাতিকে প্রথমবারের মতো ওপেন করতে নেমেছিলেন ক্যামেরন গ্রিন। ভারতের বিরুদ্ধে মোহালি টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্রিজে তাঁর সংযম বজায় রাখেন এবং অ্যারন ফিঞ্চের সঙ্গে ওপেনিং পার্টনারশিপে দারুণ খেলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো ওপেন করেই সকলকে চমকে দিলেন গ্রিন। 

ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচজয়ী ইনিংস খেলার পর, অলরাউন্ডার বলেছিলেন যে তিনি ভারতীয় ব্যাটসম্যানদের খেলতে দেখেছেন এবং এটি তাঁকে তাঁর ইনিংস গড়তে একটি ধারণা দিয়েছিল। অজি অলরাউন্ডার বলেন, ‘আমরা টিম ইন্ডিয়ার ব্যাটিং দেখার সুযোগ পেয়েছিলাম এবং হার্দিক অবশ্যই সেরাদের একজন ছিলেন। যেমন সে মাঠে করে থাকেন। তাঁকে দেখে খুশি হয়েছিলাম। তাঁকে ব্যাট করতে দেখে ভালো লেগেছে এবং রান তাড়া করার সময় আমাদের কীভাবে ব্যাট করা উচিত তা সেই ইনিংস আমাদের একটা ধারণা দিয়েছিল।’

আরও পড়ুন… ভারতীয় ফিল্ডিং ছন্নছাড়া, X-Factor নেই, দ্রাবিড়-রোহিত জমানাকে আক্রমণ শাস্ত্রীর

প্রথমবার ওপেন করতে যাওয়া গ্রিন নার্ভাস ছিলেন, কিন্তু তিনি ফিঞ্চের প্রশংসা করেন, যিনি তাঁকে উইকেটের অপর প্রান্তে থেকে সাহায্য করেছিলেন। অস্ট্রেলিয়ান এই ওপেনার বলেন, ‘প্রথমবার যখন আমাকে ওপেনিংয়ে পাঠানো হয়েছিল, আমি একটু নার্ভাস ছিলাম, কিন্তু একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে ফিঞ্চির মতো কাউকে পাওয়া ভালো, তিনি আমাকে শান্ত রেখেছিলেন।’

ক্যামেরন গ্রিনের ৩০ বলে ৬১ রানের ইনিংস সঙ্গে ২১ বলে ম্যাথু ওয়েডের অপরাজিত ৪৫ রানের ইনিংসের দৌলতে এদিনের ম্যাচে জয় পায় অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়া চার বল বাকি থাকতেই ভারতকে চার উইকেটে হারায়। ভারতীয় দলের ফিল্ডিং ছিল খুবই হতাশাজনক। দল তিনটি ক্যাচ ফেলে দিয়েছিল। এই পরাজয়ে ফিল্ডিংয়ের পাশাপাশি বোলিংও ছিল খুবই খারাপ। অক্ষর প্যাটেল বাদে সকলেই অনেক রান খরচ করে ছিলেন।

আরও পড়ুন… ম্যাক্সওয়েলের দুরন্ত ফিল্ডিং! ছক্কা আটকে ৫ রান বাঁচিয়ে সকলকে চমকে দিলেন অজি তারকা

ভারতের হয়ে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া অপরাজিত ৭১ রান করেন এবং ওপেনার কেএল রাহুল ৫৫ রান করেন। এ ছাড়াও সূর্যকুমার যাদব ৪৬ রানের একটি ইনিংস খেলেন। টস জিতে ভারতকে ব্যাট করতে আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। ছয় উইকেটে ২০৮ রান তোলে ভারত। কিন্তু অস্ট্রেলিয়া ১৯.২ ওভারে ছয় উইকেটে ২১১ রান করে ম্যাচ জিতে যায়। গ্রিনের অর্ধশতক, স্টিভ স্মিথের ৩৫ এবং ওয়েডের ২১ বলে ছয়টি চার ও দুটি ছক্কায় অপরাজিত ৪৫ রানের সাহায্যে চার উইকেটে জেতে অস্ট্রেলিয়া। এর ফলে অ্যারন ফিঞ্চরা সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে। অভিষেক ম্যাচে অস্ট্রেলিয়ার হয়ে ১৮ রান করেন টিম ডেভিড।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন