ফের স্বপ্নভঙ্গ বাংলার। তীরে এসে তরী ডুবল। ঘরের মাঠে ইডেনে সৌরাষ্ট্রের বিরুদ্ধে রঞ্জি ট্রফি জেতার সুযোগ হাতছাড়া করল মনোজ তিওয়ারি নেতৃত্বাধীন দল। এই নিয়ে দুইবার বাংলাকে রঞ্জি ফাইনালে হারাল সৌরাষ্ট্র। রঞ্জি ট্রফি জিতে বিস্ফোরক সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাট। বাংলার ক্রিকেটারদের তীব্র কটাক্ষ করতে ছাড়লেন না এই পেসার। যা বাংলার ক্রিকেটারদের কাটা ঘায়ে নুনের ছেটানোর মতো লাগছে। উনাদকাটের মন্তব্যের বিরোধিতা করতে মাঠে নেমেছে বাংলার প্রায় প্রত্যেককেই।
ম্যাচের পর জয়দেব ম্যাচের একটি ঘটনার কথা তুলে বলেন, ‘এই জয়ের পিছনে প্রত্যেকের অবদান অনস্বীকার্য। যারা এই ম্যাচে প্রথম একাদশে ছিলেন না তাদেরও অনেক অবদান রয়েছে। যখন বাউন্ডারি লাইনের বাইরে বল কভারের ভিতরে ঢুকে গিয়েছিল এবং বলটিকে পাওয়া যাচ্ছিল না। আমাদের রিজার্ভ বেঞ্চের ক্রিকেটাররা ওটা খুঁজে আনেন। এই নিয়ে আমি বিশদে যেতে চাই না। কোনও প্রশ্নও তুলছি না।’
ঘটনাটি আসলে কী? ঘটনার সূত্রপাত ম্যাচের তৃতীয় দিন সৌরাষ্ট্রের প্রথম ইনিংসের ব্যাট চলাকালীন ম্যাচ বলটি বাউন্ডারি লাইন পার করে থাকা গ্রাউন্ডস কভারের ভিতরে ঢুকে যায়। বাংলার দুই ক্রিকেটার বলটি খুঁজতে যায়। তবে কিছুটা সময় লাগছিল। তখন সৌরাষ্ট্রের দুই ক্রিকেটার গিয়ে বলটি খুঁজে বার করে মাঠে ফেরত পাঠান। এই ঘটনায় সৌরাষ্ট্রের মনে হয়েছে, বল খুঁজে পেতে ইচ্ছে করেই দেরি করছিলেন বাংলার ক্রিকেটাররা। সৌরাষ্ট্র দলের অভিযোগ, চাইলে আগেই খুঁজে বার করা যেত কিন্তু সৌরাষ্ট্রের ক্রিকেটারদের মনসংযোগ নষ্ট করতে চাইছিলেন বাংলার খেলোয়াড়রা।
এই অভিযোগ শোনা মাত্রই উড়িয়ে দিয়েছেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা। তিনি বলেন, ‘বাংলার ক্রিকেটাররা বল খুঁজতে গিয়ে সেটা পেয়েছে আর দিচ্ছে না। এটা মেনে নিতে পারব না। সৌরাষ্ট্র ম্যাচ জিতেছে। জয়দেব আমার ভাইয়ের মতো। দলকে অনেক ভালো নেতৃত্ব দিয়েছে। তাঁর কেরিয়ারের জন্য অনেক শুভেচ্ছা রইল।’
ম্যাচ শুরুর আগে থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল দুই শিবির। বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি হুংকার দিয়ে রেখেছিলেন খেলা এক পেশে হবে। সৌরাষ্ট্রকে হারিয়ে ম্যাচ জিতবে বাংলা। তা শুনে ক্ষোভ উগড়ে দেন সৌরাষ্ট্রের অধিনায়ক। এই বিষয়ে জয়দেব উনাদকাট ম্যাচের পর বলেন, ‘আমি ম্যাচের আগেই বলেছিলাম, ভাল খেলা হবে। একপেশে হবে না। আজ সকালের আগে পর্যন্ত ভালই লড়াই করেছে বাংলা। আমাদের বোলাররা ওদের বোলারদের তুলনায় অনেক ভালো বল করেছে।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।