আইপিএলের বায়ো-বাবল থেকে বেরিয়েই করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন শিখর ধাওয়ান। এবার সেই পথেই হাঁটলেন টেস্টে টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক অজিঙ্কা রাহানে। দিল্লি ক্যাপিটালসের বায়ো-বাবল থেকে বেরিয়ে রাহানেও করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করলেন। তারকা ক্রিকেটারের সঙ্গে তাঁর স্ত্রী রাধিকাও করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেন।
সোশ্যাল মিডিয়ায় রাহানে নিজেই জানান সস্ত্রীক করোনা ভ্যাকসিন নেওয়ার কথা। সেই সঙ্গে তিনি অনুরাগীদের অনুরোধ করেন রেজিস্ট্রেশন করিয়ে ভ্যাকসিন নিয়ে নেওয়ার। সেই সঙ্গে অজিঙ্কা এও জানান যে, ভ্যাকসিন শুধু নিজেদের সুরক্ষার জন্যই নেওয়া উচিত এমন নয়, বরং আশেপাশে যাঁরা থাকেন, তাদের সুরক্ষার জন্যও ভ্যাকসিন নেওয়া দরকার।
শনিবার টুইটার ও ইনস্টাগ্রামে নিজের ভ্যাকসিন নেওয়ার ছবি পোস্ট করেন রাহানে। ইনস্টাগ্রামে রাহানে লেখেন, ‘আমি এবং রাধিকা দু’জনেই আজ ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছি। আমরা ভ্যাকসিন নিচ্ছি শুধু আমাদের জন্য নয়, আমাদের আশেপাশে যাঁরা থাকেন, তাদের কথাও মাথায় রেখে। আমি সবাইকে বলব, যদি যোগ্য হন, তবে রেজিস্ট্রেশন করিয়ে ভ্যাকসিন নিয়ে নিন।'
করোনার জন্য আইপিএল মাঝপথেই স্থগিত হয়ে যাওয়ায় রাহানে আপাতত কিছুদিনের বিশ্রাম পেয়ে গিয়েছেন। আগামী মাসে ইংল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাবি লড়াইয়ের আগে পর্যন্ত আপাতত মাঠে নামার অবকাশ নেই ভারতীয় ক্রিকেটারদের সামনে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।