মরশুমের শেষ টুর্নামেন্টে আরেকটি এটিপি খেতাব জয়ের আশা নিয়েই কোর্টে নামা বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচের দৌড় সেমিফাইনালেই থেমে গেল। আলেকজান্ডার জেরেভের বিরুদ্ধে তুরিনে তিন সেটের লড়াইয়ে ৬(৪)-৭, ৬-৪, ৩-৬ স্কোরলাইনে হারতে হল জকোভিচকে।
প্রথম সেট হারার পর দ্বিতীয় সেটে সার্বিয়ান তারকা কামব্যাক করে ম্যাচে সমতায় ফেরেন। তবে তৃতীয় সেটে একগুচ্ছ আনফোর্সড এরর করে বসেন জকোভিচ। তৃতীয় সেটে এর জেরেই জেরেভকে নিজের সার্ভিস করে ৩-১ ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ দেন জোকার। ম্য়াচে আর ফিরে আসতে পারেননি জকোভিচ। নিজের ১৪তম এস মেরে এটিপি ফাইনালে খেতাবি লড়াইয়ে দানিল মেদভেদেভের বিরুদ্ধে কোর্টে নামা নিশ্চিত করেন জেরেভ।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মেদভেদেভকে অবশ্য এত কাঠখড় পোড়াতে হয়নি। নরওয়ের ক্যাসপার রুডকে ৬-৪, ৬-২ ব্যবধানে স্ট্রেট সেটে উড়িয়ে দেন রাশিয়ান তারকা। ম্যাচের শুরু থেকে বিশ্বের দুই নম্বর টেনিস তারকা নিজের দাপট বজায় রাখেন।
প্রথম দিকেই রুডের সার্ভ ব্রেক করে ২-১ এগিয়ে যান মেদভেদেভ। দ্বিতীয় সেটেও দাপটের সঙ্গে দ্রুতই ৪-২ লিড নিয়ে এগিয়ে যাওয়ার পর মাত্র ৮০ মিনিটের ম্যাচে ১৭টি উইনার মেরে রুডকে উড়িয়ে দেন যুক্তরাষ্ট্র ওপেন জয়ী। একপেশে ম্যাচে মাত্র ১৪টি আনফোর্সড এরর করেন মেদভেদেভ। ফাইনালের প্রতিযোগী বিশ্বের তিন নম্বর তারকা জেরেভের বিরুদ্ধে মুখোমুখি লড়াইয়ে ৬-৫ ব্যবধানে সামান্য এগিয়ে মেদভেদেভ। সুতরাং, দুই তরুণ তুর্কির মধ্যে দারুণ এক ম্যাচ দেখার আশায় টেনিসবিশ্ব।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।