টান টান লড়াইয়ের পর স্ট্রেট সেটে আবু ধাবিতে মুবাদালা বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপে অ্যান্ডি মারেকে ৬-৪, ৭-৬(২) ব্যবধানে হারিয়ে খেতাব নিজের নামে করলেন বিশ্বের পাঁচ নম্বর টেনিস তারকা আন্দ্রে রুবলভ।
প্রত্যাশামতোই রুবলভ প্রথমের দিকে নিজের জোরাল গ্রাউন্ড স্ট্রোকের মাধ্যমে দাপট দেখালেও মারে নিজের অভিজ্ঞতার পরিচয় দেখিয়ে ম্যাচে ফিরে আসেন। দুই তারকাই নিজের প্রথম দুই সার্ভ ধরে রাখতে সমর্থ হলেও পঞ্চম গেমে মারের সার্ভিস ব্রেক করে এগিয়ে যান রাশিয়ান টেনিস তারকা রুবলভ। শেষ পর্যন্ত দুরন্ত ডাউন দ্য লাইন ফোরহ্যান্ডের মাধ্যমে রুবলভ প্রথম সেট নিজের নামে করেন।
প্রথম সেটের প্রভাব দ্বিতীয় সেটেও দেখা যায়। তিন বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী মারের প্রথম সার্ভই ব্রেক করতে সক্ষম হন রুবলভ। মারে কামব্যাক তো করেন এবং সেট টাইব্রেকার পর্যন্তও নিয়ে যান। তবে শেষ হাসি হাসেন ২৪ বছর বয়সী রুবলভই। মারের পাশপাশি আরেক টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালেরও টুর্নামেন্টটা পরাজয়ের মাধ্যমেই শেষ হয়।
প্রথম সেট ৭-৬(৪) জিতলেও বাকি দুই সেটে কানাডার ডেনিস শাপোভালভের বিরুদ্ধে ৩-৬, ৬-১০ ব্যবধানে তৃতীয় স্থানের ম্যাচে হারতে ম্যাচে হারতে হয় তাঁকে। প্রসঙ্গত, চোট সমস্যা কাটিয়ে অগস্টে ওয়াশিংটন ওপেনের পর এই টুর্নামেন্টেই প্রথমবার কোর্টে দেখা গেছে নাদালকে। খেতাব না জিতলেও পরের মাস থেকে শুরু অস্ট্রেলিয়ান ওপেনের আগে ভাল ম্যাচ প্র্যাক্টিস হয়ে গেল নাদালের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।