বাংলা নিউজ > ময়দান > মিচেলের ছক্কা বরফের মতো টুপ করে গিয়ে পড়ল দর্শকের পানীয়ের গ্লাসে, ভাইরাল ভিডিয়ো

মিচেলের ছক্কা বরফের মতো টুপ করে গিয়ে পড়ল দর্শকের পানীয়ের গ্লাসে, ভাইরাল ভিডিয়ো

ড্যারেল মিচিলের ছক্কা টুপ করে গিয়ে পড়ল গ্যালারিতে বসা এক দর্শকের পানীয়ের গ্লাসে।

ট্রেন্ট ব্রিজে টস জিতে নিউজিল্যান্ডকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান ইংল্যান্ড দলনায়ক বেন স্টোকস। শুরুর দিকে নিয়মিত অন্তরে উইকেট হারালেও কিউয়িরা প্রথম দিনের শেষে ৪ উইকেটের বিনিময়ে ৩১৮ রান তুলে ফেলে।

ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড ম্যাচটা বেশ তাড়িতাড়িয়ে উপভোগ করছিলেন এক মহিলা ক্রিকেট ভক্ত। কিন্তু হঠাৎ করেই তাঁর রসে ভঙ্গ হয়। ডারিল মিচেল একটি সজোরে ছক্কা হাঁকান। আর সেই বলটি টুপ কর এসে পড়ে সেই মহিলা ভক্তের পানীয়ের গ্লাসে। যেন এক বরফের টুকরো এসে পড়ল তাঁর গ্লাসে। সেই পানীয় চর্তুদিকে ছিটকে পড়ে।

অপ্রত্যাশিত এমন ঘটনায় হকচকিয়ে যায় সেই মহিলা। সেটি তাঁর চোখমুখ থেকেই পরিষ্কার। ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচের প এই ঘটনাটি ঘটে। আর এই ঘটনার ভিডিয়ো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। যা রীতিমতো ভাইরাল। ভিডিয়োটির ক্যাপশনে লেখা হয়েছে ‘নিউ ড্রিঙ্ক প্লিজ’। যাইহোক ভাগ্যিস কারও কোনও ক্ষতি হয়নি।

লং অনে ফিল্ডিং করছিলেন ম্যাথু পটস। তিনিই সতীর্থদের ইঙ্গিত করে বোঝান, মিচেলের বল সরাসরি কারও গ্লাসে গিয়ে পড়েছে। ইংল্যান্ড ক্রিকেটের সাপোর্টার গ্রুপ বার্মি আর্মি পরে টুইট করে জানায়, কিউয়ি দলের তরফে ওই মহিলাকে নতুন বিয়ারের ব্যবস্থা করে দিয়েছে রিপ্লেসমেন্ট হিসেবে। ম্যাচের শেষে পানীয় নষ্ট করার জন্য ডারিল মিচেল ওই মহিলার কাছে এসে হাসি মুখে ক্ষমা চেয়ে নেন।

আরও পড়ুন: লর্ডসের মতোই নটিংহ্যাম টেস্টেও স্টোকসদের পথের কাঁটা মিচেল-ব্লান্ডেল

আরও পড়ুন: আবারও কিউয়ি ফিল্ডারের থ্রো স্টোকসের ব্যাটে লেগে ছুটল বাউন্ডারির দিকে

ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে অসাধারণ ফর্মে রয়েছেন ডারিল মিচেল। প্রথম টেস্টে লর্ডসে শতরান করেন তিনি। ট্রেন্ট ব্রিজের প্রথম দিন শেষে ৮১ রানে অপরাজিত রয়েছেন। তাঁর ইনিংসে রয়েছে নয়টি চার এবং দু'টি ছয়।

নিউজিল্যান্ড ১৬৯ রানে ৪ উইকেট হারানোর পরে ইনিংসের হাল ধরেছিল মিচেল-ব্লান্ডেল জুটি। পঞ্চম উইকেটে তারা প্রথম দিনের শেষে অপরাজিত থাকে। আপাতত ৯টি চার এবং ২টি ছক্কার সাহায্যে ১৪৭ বলে ৮১ রান করে অপরাজিত রয়েছেন ডারিল মিচেল। ৮টি বাউন্ডারির সাহায্যে ১৩৬ বলে ৬৭ রান করে নট-আউট রয়েছেন টম ব্লান্ডেল। প্রথম দিনের খেলা শেষে নিউজিল্যান্ডের স্কোর ৩১৮/৪।

বন্ধ করুন